ভাদ্র মাসে রোদের তেজ বেড়েছে। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। প্রখর রোদের মধ্যে ছাতা মাথায় পথ চলেছেন এক প্রবীণ। কিনব্রিজ, সিলেট, ৩০ আগস্টছবি: আনিস মাহমুদ
২ / ১৬
বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে নৌকার হাট। আকার ও কাঠের ধরন অনুযায়ী প্রতিটি নৌকা ২ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ৩০ আগস্টছবি: সাইয়ান
৩ / ১৬
তীব্র গরমে শীতল হতে নদীর পানিতে গোসল করছেন দুই তরুণ। সুরমা নদীর চাঁদনীঘাট এলাকা, সিলেট, ৩০ আগস্টছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
বাড়ির ফটকে বসে কাঁথা সেলাই করছেন মা ও মেয়ে। নন্দকুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্টছবি: সোয়েল রানা
৫ / ১৬
বিলের পানিতে জাগ দেওয়া পাট তুলে তা থেকে আঁশ ছাড়াচ্ছেন এক কৃষক। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর, ৩০ আগস্টছবি: আলীমুজ্জামান
৬ / ১৬
বিলে মধ্যে ধানখেতের আলে পেতে রাখা চায়না দুয়ারী থেকে মাছ সংগ্রহ করছেন এক ব্যক্তি। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর ৩০ আগস্টছবি: আলীমুজ্জামান
৭ / ১৬
সাইকেলে প্লাস্টিকের হরেক রকম পণ্য বেঁধে ফেরি করে বিক্রি করেন জিয়াউর রহমান। নন্দকুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্টছবি: সোয়েল রানা
৮ / ১৬
পেঁপে খেতে গাছে বসেছে এক বসন্তবৌরি। এরা সাধারণত পাকা ফল খেয়ে থাকে। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৩০ আগস্টছবি: সাদিক মৃধা
৯ / ১৬
বর্ষা ও বৃষ্টির এ সময়ে নৌকার ব্যবহার হয় বেশি। তাই নৌকা তৈরির কাজ করছে এক কৃষক পরিবার। বরাট অন্তার মোড়, রাজবাড়ী, ৩০ আগস্টছবি: এম রাশেদুল হক
১০ / ১৬
গাছে বসেছে এক বুলবুলি পাখি। চওড়াপাড়া, রংপুর, ৩০ আগস্টছবি: মঈনুল ইসলাম