লজ্জাবতী লতায় ফুল ফুটেছে। মুসলিম কোয়ার্টার, মৌলভীবাজার, ৪ আগস্টছবি: আকমল হোসেন
২ / ১৯
সিলেটে আজ সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যের পথে চলছেন এক নারী। শাহজালাল উপশহর, সিলেট, ৪ আগস্টছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
পোকামাকড় দমনে সবজিখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার ক্ষতির কারণ হয়। চান্দির চর, মানিকগঞ্জ, ৪ আগস্টছবি: আব্দুল মোমিন
৪ / ১৯
বর্ষা মৌসুমে গ্রামের মাঠ থেকে দেশি মাছ ধরার জন্য চায়না দুয়ারি জাল প্রস্তুত করছেন মৎস্যজীবী। চরগোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ৪ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৯
বিলের পানিতে ঠাঁয় দাঁড়িয়ে একটি কানি বক। জাবুসা, রূপসা, খুলনা, ৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৯
রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ সোমবার সকালে নগরের সাহেব বাজার এলাকায় কাঁচাবাজারে। সাহেব বাজার, রাজশাহী, ৪ আগস্টছবি: শফিকুল ইসলাম
৭ / ১৯
রূপসা নদীর মাঝখানে নোঙর করা নৌকায় ডুবুরির দল। রূপসা, খুলনা, ৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
সিলেট নগরের ব্যস্ততম সোবহানীঘাটে রয়েছে সবজির আড়ত। প্রতিদিন সকাল থেকে এখানে পাইকারি ও খুচরা দরে সবজি বেচাকেনা চলে। তবে সড়কের পাশে এভাবে সবজিভর্তি যানবাহন রাখায় ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। সোবহানীঘাট, সিলেট, ৪ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
পানি, পাহাড় আর সবুজের মিশেলে অপরূপ কাপ্তাই হ্রদ। কেরেট কাবা, রাঙামাটি, ৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
তীব্র রোদের মধ্যে মাথার ওপর খুঁটির সাহায্যে ছাতা টাঙিয়ে বীজতলা থেকে চারা তুলে আঁটি বাঁধছেন তিনি। কুহালং, বান্দরবান, ৪ আগস্টছবি: মংহাইসিং মারমা
১১ / ১৯
কুমার নদে বেড় জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। দেওড়া, গেরদা, ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
বিদ্যুতের তারে বসে আছে শ্যামা পাখি। ক্যমলং, বান্দরবান, ৪ আগস্টছবি: মংহাইসিং মারমা
‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবির সংবাদ সম্মেলন। টিআইবি, মাইডাস সেন্টার, ঢাকা, ৪ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ১৯
গাছের ডালে বসে আছে খয়েরি হাঁড়িচাঁচা পাখি। চকবোচাই, গাবতলী, বগুড়া, ৪ আগস্টছবি: সোয়েল রানা
১৬ / ১৯
জুলাই ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে, ঢাকা, ৪ আগস্টছবি: সাজিদ হোসেন
১৭ / ১৯
বরিশাল থেকে আনা আমড়া বিক্রি করছেন একজন বিক্রেতা। সিটিপার্ক বাজার, রংপুর, ৪ আগষ্টছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে খুলনার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা। গ্রাফিতিতে ফুটে উঠছে জুলাই-আগস্টের ঘটনাবহুল গল্প, বাংলাদেশের জীবনযাত্রা। সরকারি মহিলা কলেজ, খুলনা, ৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৯ / ১৯
সড়কের পাশে আখের রস বিক্রি করছেন একজন। আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা, ৪ আগস্টছবি: আবদুর রহমান ঢালী