একঝলক (৮ জুলাই ২০২৩)

১ / ২১
বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল খেত। পানি নেমে যাওয়ার পর সেখানে মাছ ধরায় ব্যস্ত একদল শিশু-কিশোর। ডাবরিপাড়া, রংপুর, ৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
হাট থেকে কলা কিনে ভ্যানে তোলা হচ্ছে। পরে এসব কলা খুচরায় বিক্রি করা হবে। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ২১
শোভা ছড়িয়েছে কদম। গাছ থেকে বর্ষার এই ফুল পাড়ছে এক শিশু। কাপ্তানবাজার, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: এম সাদেক
৪ / ২১
নিজের খেত থেকে ঢ্যাঁড়স তুলছেন কৃষক আমির হোসেন। সাওয়ালপুর, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: এম সাদেক
৫ / ২১
মাছ ধরার চাঁই নিয়ে যাচ্ছেন ক্ষিতীশ চন্দ্র সরকার। প্রতিদিন এসব চাঁইয়ে ৭০০ থেকে ৮০০ টাকার মাছ ধরেন তিনি। গয়েশপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২১
বর্ষায় নৌকার চাহিদা বাড়ে। বাজার থেকে ৪ হাজার ২০০ টাকায় নৌকাটি কিনেছেন কৃষক মনির হোসেন। রিকশাভ্যানে সেটিকে বাড়ি নিয়ে যাচ্ছেন। হামির্দি, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২১
জলাশয়ের মধ্যে তৈরি চৌবাচ্চায় রঙিন মাছ দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। গোধূলি বিনোদনকেন্দ্র, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ জুলাই
ছবি: এম রাশেদুল হক।
৮ / ২১
বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবহৃত হয় প্লাস্টিকের ঝুড়ি। পরে সেগুলো আলাদা করে বিক্রির জন্য কিনে আনা হয়েছে। নগরের সিআরবি, চট্টগ্রাম ৮ জুলাই
ছবি: সৌরভ দাশ
৯ / ২১
নিখোঁজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান চেয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানে কান্নায় ভেঙে পড়েন বাদলের স্ত্রী জ্যোৎস্না রানী বিশ্বাস (বাঁয়ে)। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৮ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে মশকনিধন অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জাপান গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ঢাকা, ৮ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ২১
ঝুম বৃষ্টিতে পলিথিনে শরীর ঢেকে গাড়ির ওপর বসে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। বাঘোপাড়া, বগুড়া, ৮ জুলাই
ছবি: সোয়েল রানা
১২ / ২১
প্লাস্টিকের ছোট দুটি কনটেইনারের সাহায্যে সাঁতার শেখার চেষ্টায় এক শিশু। চরমোনাই ট্রলারঘাট, বরিশাল নগর, ৮ জুলাই
ছবি: সাইয়ান
১৩ / ২১
কালো মেঘে ছেয়ে আছে আকাশ। দিনের বেলায় যেন অন্ধকার নেমেছে চারপাশে। সেই ক্ষীণ আলোয় জলাশয়ের ওপর বিছানো সবুজ পাতা ভেদ করে জ্বলজ্বল করছে একটি গোলাপি পদ্ম। ডিকশির বিল, ফৈলজানা, চাটমোহর, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
বিলে হাঁস চরাতে নিয়ে এসেছেন এক খামারি। বিল এলাকায় হাঁস পালন করে অনেকেই লাভবান হচ্ছেন। ডিকশির বিল, ফৈলজানা, চাটমোহর, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
বিলের ধারে মহিষ চরাতে নিয়ে গেছেন তাঁরা। ঘাস খাওয়ার ফাঁকে বিলে নেমে পানি পান করছে দুটি মহিষ। সোহাগবাড়ি, ফৈলজানা, চাটমোহর, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
বাড়ির উঠানে লড়াই করছে দুটি মুরগির বাচ্চা। সোহাগবাড়ি, ফৈলজানা, চাটমোহর, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
পাট তোলার মৌসুম চলছে। নদীর পাড়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত নারী-পুরুষেরা। বনমালীপুর, কিশোরগঞ্জ, নিকলী, ৮ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২১
বৃষ্টিতে ভিজে ট্রাকে কাঁঠাল তুলছেন শ্রমিকেরা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
১৯ / ২১
বাঁশের তৈরি চাঁই, খলই, কুলা ও ডালা রিকশায় করে বিক্রির জন্য দোকানে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে নৌকায় চেপে রাঙামাটি শহরে যাচ্ছেন তাঁরা। সাপ্তাহিক হাটে এসব পণ্য বিক্রি হয়। রিজার্ভ বাজার, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১
সাপ্তাহিক ছুটির দিনে বিনোদনকেন্দ্রে আনন্দে মেতেছে শিশুরা। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা ৭ জুলাই
ছবি: মঈনুল ইসলাম