খুলনার উপকূলীয় উপজেলা কয়রার সুন্দরবনসংলগ্ন নদীতীরবর্তী গ্রামগুলোতে গভীর ও অগভীর নলকূপের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত আয়রন ও লবণ। তাই সেগুলোর বেশির ভাগ অকেজো অবস্থায় পড়ে আছে। লোনাপানির চিংড়িঘেরের কারণে অধিকাংশ পুকুরের পানি এখন ব্যবহারের অনুপযোগী। ফলে খাওয়ার পানি দূরের পুকুর থেকে এনে খেতে হয়। মহেশ্বরীপুর এলাকার তহসিল অফিস–সংলগ্ন পুকুর থেকে মিঠাপানি সংগ্রহ করে নৌকায় করে দূরের গ্রামে নিচ্ছেন দুই নারী। শাকবাড়ীয়া নদী , মহেশ্বরীপুর , কয়রা ,খুলনা, ৭ মার্চছবি: প্রথম আলো