একঝলক (২০ আগস্ট, ২০২৪)

১ / ১৭
কুমার নদের পাড়ে মাঠের মধ্যে শুকনা পাটকাঠি সাজিয়ে রাখছেন এক কৃষক। পরে এই পাটকাঠি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২ / ১৭
বাড়ির দরজার সামনের সিঁড়ির ওপর বসে শিশুদের পড়াচ্ছেন এক নারী। বকশিপাড়া এলাকা, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
সিলেট শহরকে দুই ভাগ করেছে সুরমা নদী। সময় বাঁচাতে শহরের এপার-ওপারে যাতায়াত করতে অনেকেই খেয়ানৌকায় নদী পারাপার হন। ঝালোপাড়া এলাকা, সিলেট, ২০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
জমিতে মুলার বীজ বপন করছেন নারী কৃষিশ্রমিকেরা। নয়াপুকুর এলাকা, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
সুরমা নদী এখন পানিতে ভরপুর। স্রোত রয়েছে এই নদীতে। নদীতে নৌকায় ভেসে ভেসে টানা জাল দিয়ে মাছ শিকার করছেন দুজন। চাঁদনীঘাট, সিলেট, ২০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৭
কুমিল্লা নগরের অন্যতম ব্যস্ত সড়ক নজরুল অ্যাভিনিউ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। নজরুল অ্যাভিনিউ এলাকা, কুমিল্লা, ২০ আগস্ট
ছবি: এম সাদেক
৭ / ১৭
জাহাজে আসা কয়লা খালাস করে কীর্তনখোলা নদীর তীরে রাখা হয়েছে। সেখান থেকে কয়লা নিয়ে শ্রমিকেরা ট্রাকে তুলছেন। কয়লাগুলো নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন এলাকায়। প্রত্যেক শ্রমিক সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। কর্নকাঠি, বরিশাল, ২০ আগস্ট
ছবি: সাইয়ান
৮ / ১৭
বাজারে আসতে শুরু করেছে পাকা তাল। পাকা তাল কেনার আগে ঘ্রাণ শুকে যাচাই করে নিচ্ছেন ক্রেতারা। রানীবাজার এলাকা, কুমিল্লা, ২০ আগস্ট
ছবি: এম সাদেক
৯ / ১৭
ট্রাকবোঝাই মালামাল। তার ওপর চেপে ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন শ্রমিকেরা। কাশিপুর, পাবনা-পাকশী সড়ক, পাবনা, ২০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৭
গ্রামের খামারিসহ গৃহস্থদের কাছ থেকে দুধ সংগ্রহের পর মোটরসাইকেলে করে বিক্রির জন্য শহরের বাজারে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী রেজাউল ইসলাম। জানপুর এলাকা, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
বাড়ির পাশে হেঁটে বেড়াচ্ছে একসময় দেশব্যাপী সাড়াজাগানো টার্কি মুরগি। হঠাৎ এসে সাড়া ফেলে আবার হঠাৎই হারিয়ে যায় এই প্রজাতির মুরগির ব্যবসা। কুমারগাড়ী, পাবনা, ২০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৭
বিক্রির জন্য বরজ থেকে পান তুলছেন চাষি আনোয়ারুল ইসলাম। বলরামপুর এলাকা, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
বিলের পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত দুই কৃষক। কাজের ফাঁকে বাড়ি থেকে আনা দুপুরের খাবার সড়কের পাশে বসে খেয়ে নিচ্ছেন। চরদুর্গাপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৭
ভারী বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ। যান চলাচল স্বাভাবিক করতে গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, লতিফিয়া গেট এলাকা, মিরসরাই, ২০ আগস্ট
ছবি: ইকবাল হোসেন
১৫ / ১৭
বাড়ির উঠানে মাটিতে দাগ চাড়া দিয়ে কুতকুত খেলায় মেতেছে দুই শিশু। গ্রামীণ এ খেলা এখন খুব একটা চোখে পড়ে না। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৭
পথের ধারে নিচু জমিতে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন কয়েকজন জেলে। দরগাহাট এলাকা কাহালু, বগুড়া, ২০ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৭ / ১৭
নিজের হাতে বাঁশের তৈরি ডালা, কুলা, চালনি, খাঁচা, টুকরি ও ভার হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন সোলেয়মান আলী। সোনারায় গ্রাম, গাবতলী, বগুড়া, ২০ আগস্ট
ছবি: সোয়েল রানা