খাবারের সন্ধানে উড়ছে বক। তালাইমারী শহীদ মিনার এলাকা, রাজশাহী, ১৬ জুলাইছবি: শহীদুল ইসলাম
২ / ২১
জাল থেকে মাছ ছাড়াচ্ছেন মৎস্যশিকারিরা। তালাইমারী বাদুরতলা এলাকা, রাজশাহী, ১৬ জুলাইছবি: শহীদুল ইসলাম
৩ / ২১
খুলনা সিটি করপোরেশনের ২৮ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে আজ রোববার থেকে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রি। জোড়াকল বাজার, খুলনা, ১৬ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা, জার্সি ও ক্যাপের পসরা সাজিয়ে বসে আছেন এক বিক্রেতা। খেলা দেখতে আসা অনেকে এসব কিনে নেন। লাক্কাতুরা, সিলেট, ১৬ জুলাইছবি: আনিস মাহমুদ
৫ / ২১
মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২১
চারদিকে এখন আমন ধান রোপণের হিড়িক। দিনমজুরিতে ধানের চারা তুলছেন নারী কৃষি শ্রমিকেরা। ঘাঘটপাড়া এলাকা, রংপুর, ১৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
ছাতা মাথায় স্কুলে যাচ্ছে শিক্ষার্থী। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
সড়কের বিভাজকের ওপর রাখা পানিভর্তি জার ভ্যানে তুলছেন চালক মিজানুর রহমান। গ্রাহকদের দোকানে এসব জার পৌঁছে দিতে যেতে হবে সড়কের ওপারে। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি রায়েররাগ এলাকায় বিভাজকের ওপরে জারগুলো রেখে মাতুয়াইলে গিয়ে ইউটার্ন নিয়ে আবার এ জায়গায় আসেন। রায়েরবাগ, ঢাকা, ১৬ জুলাইছবি: দীপু মালাকার
১০ / ২১
শুরু হয়েছে আমন ধান রোপণ মৌসুম। খেত উপযোগী হওয়ায় আগেভাগে আমন ধানের চারা রোপণ করছেন কৃষক সোলেমান শেখ। পিয়ারপুর এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১৬ জুলাইছবি: আলীমুজ্জামান
১১ / ২১
রাস্তার ওপরে ধানের হাট যান চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি করছে, তেমনি ঝুঁকি তৈরি করছে রাস্তায় চলাচল করা মানুষের। তারাকান্দা বাজার, ময়মনসিংহ, ১৬ জুলাইছবি: আনোয়ার হোসেন
১২ / ২১
বিদ্যালয় ছুটির পর প্রখর রোদের মধ্যে বাড়িতে ফিরছে শালিখা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বইয়ের আড়ালে মাথা ঢেকে এগিয়ে চলছে তারা। মধুপুর গ্রাম, সোনাতলা, বগুড়া, ১৬ জুলাইছবি: সোয়েল রানা
১৩ / ২১
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গম ঝেড়ে নিচ্ছেন রিজিয়া বেগম। চালালকান্দি, সোনাতলা, বগুড়া, ১৬ জুলাইছবি: সোয়েল রানা
১৪ / ২১
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। চরাঞ্চল থেকে পাট কেটে জাগ দেওয়ার জন্য নিয়ে আসছেন কৃষকেরা। পাকুল্লা এলাকা, সোনাতলা, বগুড়া, ১৬ জুলাইছবি: সোয়েল রানা
১৫ / ২১
গ্রাম থেকে সংগ্রহ করা কাঁঠাল স্তূপ করে রাখা হয়েছে। সিলেটের কদমতলী নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে কাঁঠাল। শিরিশগুড়ি গ্রাম, শ্রীপুর, গাজীপুর, ১৬ জুলাইছবি: সাদিক মৃধা
১৬ / ২১
মাত্র ১০ হাত দূরেই পদ্মা নদী। নদীভাঙন শুরু হলে কবরস্থানসহ আশপাশের কিছুই টিকবে না। তাই মাঝেমধ্যে সুযোগ পেলেই ছেলের কবরস্থানটির আবর্জনা পরিষ্কার করেন কৃষক খবির সরদার। মুন্সিবাজার, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ জুলাইছবি: এম রাশেদুল হক
১৭ / ২১
সাঁতার শিখতে লাইফ জ্যাকেট পরে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমেছে শিশুটি। দক্ষিণ লক্ষণখোলা, নারায়ণগঞ্জ, ১৬ জুলাইছবি: দিনার মাহমুদ
১৮ / ২১
আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন ডেঙ্গু রোগী। তাই চাপ সামলাতে হাসপাতালের বারান্দায় রাখা হচ্ছে রোগীদের। বেলা দেড়টা, শিশু ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ১৬ জুলাইছবি: সৌরভ দাশ
১৯ / ২১
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদের অবরোধের কারণে ট্রেন চলাচল বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া সব ট্রেনের যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার জন্য অপেক্ষায় তাঁরা। বেলা ২টা, কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৬ জুলাইছবি: আশরাফুল আলম
২০ / ২১
চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা, ১৬ জুলাইছবি: আশরাফুল আলম
২১ / ২১
আজ শুরু হয়েছে সুলভ মূল্যে চালসহ টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম। পণ্য নিতে মানুষের ভিড়। রোড–৮, সেক্টর–৮, উত্তরা, ঢাকা, ১৬ জুলাইছবি: খালেদ সরকার