পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে আনার পর তা রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছড়ারপাড়, সিলেট, ২৭ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১০ / ২০
পাহাড় থেকে আনা টাটকা সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে ক্রেতারা ঘিরে ধরেছেন কেনার জন্য। আকার ভেদে প্রতিটি লাউ ৮০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি, ২৭ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
আখ কাটার মৌসুম শুরু হয়েছে। খেতে আখ কাটছেন কৃষক। শ্যামপুর, রংপুর, ২৭ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
বিডিআর বিদ্রোহের পুনর্বিচার ও নির্দোষ জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্যরা। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২৭ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৩ / ২০
বাড়ির আঙিনায় খেলনা গাড়িতে মুরগি ছানা তুলে দিয়ে খেলছে শিশুরা। রামজীবন, রংপুর, ২৭ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
যন্ত্রের সাহায্যে চলছে আমন ধান কাটা। বীরবাগগোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ নভেম্বরছবি: আবদুর রহমান
১৫ / ২০
বাঁশ-বেতের তৈরি ঝুড়ি-ওড়া বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। বুড়িচং, কুমিল্লা, ২৭ নভেম্বরছবি: এম সাদেক
১৬ / ২০
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ সাতজন নিহত হন। সড়কে থাকা রেলক্রসিং অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং, কুমিল্লা, ২৭ নভেম্বরছবি: এম সাদেক
১৭ / ২০
বোরো মৌসুম সামনে রেখে বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষক বাবুল শেখ। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ নভেম্বরছবি: আলীমুজ্জামান