একঝলক (১০ এপ্রিল, ২০২৪)

১ / ২০
ঈদের আগের দিন ঢাকার সড়ক ফাঁকা। মালিবাগ, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ২০
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ভিড়। কক্সবাজার, ১০ এপ্রিল
ছবি: প্রথম আলো
৩ / ২০
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদ্‌যাপন করা হবে। মিরপুর এলাকা, ১০ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ২০
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। চরকৈয়া গ্রাম, নকলা পৌরসভার, শেরপুর ১০ এপ্রিল
ছবি: দেবাশীষ সাহা রায়
৫ / ২০
ঈদ উপলক্ষে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ব্যস্ততম সড়কগুলো অনেকটাই ফাঁকা। ফার্মগেট, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
৬ / ২০
চট্টগ্রামের চন্দনাইশ শাহ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফের ঈদগাঁও ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে।, পটিয়া, চট্টগ্রাম, ১০ এপ্রিল
ছবি: আবদুর রাজ্জাক
৭ / ২০
ঈদের নতুন পোশাক কেনা শেষে আতর-টুপির দোকানে ক্রেতাদের ভিড়। দোকানে নতুন টুপি কিনছেন ক্রেতারা। বন্দরবাজার এলাকা, সিলেট, ১০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
বাসন্তীপূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা গড়ার কাজ শেষ করছেন নেপাল চন্দ্র পাল। এই প্রতিমা বানাতে তিনি নেবেন ১৫ হাজার টাকা। সেনহাটি পালপাড়া, দিঘলিয়া উপজেলা, খুলনা, ১০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
আশুলিয়ায় ঝুট ও ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার, ১০ এপ্রিল
ছবি: প্রথম আলো
১০ / ২০
বৈসু উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। আদালত সড়ক, খাগড়াছড়ি, ১১ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ২০
ঈদের আগের রাতে পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করে শিশু-কিশোরেরা। তাই এমন এক দোকানে ভিড় করেছেন ক্রেতারা। গোপাল মার্কেট, ঈশ্বরদী, পাবনা, ১০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
আগাম আবাদকৃত পাকা ভুট্টা খেত থেকে সংগ্রহ, মাড়াই ও রোদে শুকানোর কাজ করছে এক পরিবার। বর্তমানে প্রতি মণ ভুট্টার দাম ১ হাজার ২০০ টাকা। বাজারখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ১০ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২০
কৃষকের ঘরে উঠতে শুরু হয়েছে পেঁয়াজের বীজ। খেত থেকে পেঁয়াজবীজের ফুল তুলে এনে বাড়ির পাশে মাঠের মধ্যে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। আদমপুর এলাকা, অম্বিকাপুর ইউনিয়ন সদর উপজেলা, ফরিদপুর, ১০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২০
রোজার আগে থেকে দুধের দাম ছিল প্রতি কেজি ৭০ টাকা, এখন প্রতি কেজি ৮০ টাকা। ঈদে দুধের ব্যবহার বেশি। তাই দুধ কিনতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা শহর, ১০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
নিজের বোরো ধানের খেতে শ্যালো মেশিন চালিয়ে সেচ দিচ্ছেন কিশোর জাফর শেখ। চরকৃষ্ণপুর এলাকা, অম্বিকাপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২০
এই গরমে প্লাস্টিকের তৈরি এই বিছানাপাটির চাহিদা বেড়ে যায়। তাই গ্রামের পথে বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। বখতিয়ারপুর, রংপুর, ১০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
সড়কের ধারে গাছের ছায়ায় মাচাইলে বসে অলস সময় পার করছেন ঢাকা থেকে প্রিয়জনদের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার যুবকেরা। চরকৃষ্ণপুর এলাকা, ফরিদপুর, ১০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতা মিলে ১০ থেকে ১৫ দিন ধরে বিভিন্ন জায়গায় চলবে মেলা। মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি পুতুল ও বিভিন্ন জিনিস। তাই পালপাড়ায় শেষ মুহূর্তে দেখা যায় কর্মব্যস্ততা। সেনহাটি পালপাড়া, দিঘলিয়া উপজেলা, খুলনা, ১০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
ঈদের শেষ মুহূর্তে ইমিটেশনের গয়নার দোকানে ভিড়। নবাবগঞ্জ বাজার, রংপুর। ১০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
ঈদে মোটরসাইকেলে চড়ে ঘোরাঘুরি করবেন। আর যাবেন আত্মীয়স্বজনদের বাড়ি। তাই বাহনটি ধুয়েমুছে নিচ্ছেন এক ব্যক্তি। পার্ক মোড়, রংপুর। ১০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম