দিনের শেষে রাত পোহালেই ‘পৌষ সংক্রান্তি’ উৎসব। সিলেট অঞ্চলে এ উৎসবের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী ‘চোঙা পিঠা’। ভেজানো বিন্নি চাল বাঁশের চোঙায় ভরার পর তা পুড়িয়ে এই পিঠা তৈরি হয়। প্রতি কুড়ি (২০টি) চোঙা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড, জুড়ী, মৌলভীবাজার, ১৩ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন