পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন গোল্ডেন শাওয়ার ফুল। শীতলাই গ্রাম, কাহালু, বগুড়া, ৪ জুনছবি: সোয়েল রানা
২ / ২১
সড়কের পাশে ময়লা-আবর্জনা পোড়ানোয় ধোঁয়াচ্ছন্ন চারপাশ। এতে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি বিপাকে সড়কে চলাচলকারীরা। বলিয়ারপুর, সাভার, ৪ জুনছবি: দীপু মালাকার
৩ / ২১
নগরের পাইকারি বাজারে ট্রাকে করে আনা চাল নামাচ্ছেন শ্রমিকেরা। সিলেট, ৪ জুনছবি: আনিস মাহমুদ
৪ / ২১
গ্রাম থেকে কাঁঠাল সংগ্রহ করে ভ্যানে সাজিয়ে বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। চণ্ডীপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ৪ জুনছবি: আলীমুজ্জামান
৫ / ২১
কোরবানির পশু জবাই করতে ব্যবহার হয় দা, কাঁচি কিংবা চাকু। ঈদুল আজহার আগে অনেকেই পুরোনো কাঁচি, চাকু ধারালো করে ব্যবহার উপযোগী করেন। এই উপলক্ষে শাণ মেশিন নিয়ে পাড়া-মহল্লায় ঘুরছেন এক ব্যক্তি। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ৪ জুনছবি: আনিস মাহমুদ
৬ / ২১
তিস্তার পানি প্রতিদিনই বাড়ছে। তাই প্রস্তুতির অংশ হিসেবে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা নৌকা মেরামত করছেন। বালাপাড়া এলাকা, রংপুর, ৪ জুনছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
ঈদুল আজহায় উপলক্ষে বিক্রির জন্য ৭টি মহিষ পালন করেছেন আফজাল হোসেন। এসব মহিষ নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘাসপাতা খাওয়ান তিনি। চলতি পথে গরমে অতিষ্ঠ হয়ে মহিষগুলো পানি দেখলেই নেমে পড়ে শীতল হতে। লস্করপুর, পাবনা, ৪ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ২১
গাছ থেকে খেজুর পেড়ে বাড়ি ফিরছেন এই যুবক। টেপামধুপুর এলাকা, কাউনিয়া, রংপুর, ৪ জুনছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
পদ্মায় বড় মাছ ধরতে ফেলা হয় জাল। নদীর পাড়েই ফেরিঘাটের ফাঁকা পন্টুনের ওপর বসে তিন জেলে আপন মনে ছেঁড়া-ফাটা জাল মেরামত করে নিচ্ছেন। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ জুনছবি: এম রাশেদুল হক
১০ / ২১
গরমে ক্লান্ত শিশুশিক্ষার্থীরা পাইপের পানিতে ভিজে শরীর জুড়িয়ে নিচ্ছে। তালুক উপাশু এলাকা, পীরগাছা, রংপুর, ৪ জুনছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
কয়েক দফা বৃষ্টিতে মাটি নরম হয়েছে। তাই জুমের ধানসহ হরেক রকমের ফসলের বীজ বোনা হবে। এর আগে আগাছা পরিষ্কার কাজে ব্যস্ত পাহাড়ি নারী। বড়াদম মোরঘোনা এলাকা, রাঙামাটি, ৪ জুনছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২১
বৃষ্টিতে জমে থাকা কাদাপানিতে ফুটবল খেলায় মেতেছেন একদল তরুণ-যুবা। ফতা এলাকা, পীরগাছা, রংপুর, ৪ জুনছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
পাটের দাম বেড়েছে। তাই বিক্রি করছেন মজুতদারেরা। প্রতি মণ বিক্রি হচ্ছে প্রকারভেদে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৯০০ টাকা। কাউনিয়া উপজেলার থানা সড়ক, রংপুর, ৪ জুনছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৪ জুনছবি: সাজিদ হোসেন
১৫ / ২১
কাল চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তাই আগের দিন উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা। বটিয়াঘাটা উপজেলা পরিষদ, খুলনা, ৪ জুনছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২১
প্রখর রোদের তাপ থেকে বাঁচতে মাথায় প্লাস্টিকের খালি বস্তা ধরে বসে আছেন আনারস বিক্রেতা। স্টেশন সড়ক, বগুড়া, ৪ জুনছবি: সোয়েল রানা
১৭ / ২১
শীতলক্ষ্যা নদীর পাড়ে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের জন্য কাটা হয়েছে ৫০ বছরের পুরোনো বটগাছসহ বেশ কিছু গাছ। শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সংগঠনের আয়োজনে গাছ কাটার প্রতিবাদে সমাবেশ ও লাল কার্ড প্রদর্শন করা হয় এবং অবশিষ্ট গাছগুলো রক্ষার দাবি জানানো হয়। বিআইডব্লিউটিএর কার্যালয়ের সামনে, নারায়ণগঞ্জ, ৪ জুনছবি: দিনার মাহমুদ
১৮ / ২১
শীতের সবজি ফুলকপি। এখন পাওয়া যায় সারা বছরই। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করবেন বলে জানিয়েছেন বিক্রেতা। ইয়াসিন মার্কেট এলাকা, কুমিল্লা, ৪ জুনছবি: এম সাদেক
১৯ / ২১
স্থানীয়ভাবে উৎপাদন হওয়া রত্না জাতের আম বাছাই করে বাক্সবন্দী করা হচ্ছে। পাইকারিতে প্রতি কেজি ৪০ টাকা হিসেবে বিক্রি করা হবে বাজারে। কলাপট্টি, বরিশাল, ৪ জুনছবি: সাইয়ান
২০ / ২১
কৃষক হারুনুর রশিদ তাঁর ১০ শতাংশ জমিতে চাষ করেছেন বাদাম। কয়েক দিনের বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়ে গেছে সেই বাদাম। যতটুকু টিকেছে, তা-ই তুলে নিচ্ছেন তিনি। কৃষ্ণপুর গ্রাম, কুমিল্লা, ৪ জুনছবি: এম সাদেক