একঝলক (২ ডিসেম্বর ২০২৫)

১ / ১৮
জমি তৈরিতে গরু দিয়ে হালচাষে ব্যস্ত এই চাষি। মুরালিপাড়া কাপ্তাই, রাঙামাটি, ২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
শাকের রঙিন খেত। আর কয়েক দিন পরেই বিক্রির উপযোগী হবে এই শাক। মুন্সিডাঙ্গী, ফরিদপুর, ২ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
কাজের ফাঁকে আলপথে বসে জিরিয়ে নিচ্ছেন কিষানিরা। কাপ্তাই, রাঙামাটি, ২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
অগ্রহায়ণের দুপুরে বাজারের খোলা জায়গায় লেপ সেলাই করছেন তিনি। তাড়াশ, সিরাজগঞ্জ, ২ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
৫ / ১৮
শোলমারী ও কাজীবাছা নদীর মোহনায় চিকচিক করছে সোনালি রোদ। ছয়ঘরিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
বিদ্যুতের তারে চুপচাপ বসে আছে মাছরাঙা পাখি। ছয়ঘরিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
সাঙ্গু নদ নৌকায় পার হচ্ছেন এক যাত্রী। সাঙ্গু নদ, বান্দরবান, ২ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৮ / ১৮
নদীর চরে বাদামখেতে পাইপ দিয়ে পানি ছিটানো হচ্ছে। ক্যমলং, বান্দরবান, ২ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১৮
খেত থেকে চলছে ক্ষীরা সংগ্রহ। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৮
মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে লাগানো গাছে ধরেছে লাউ। বড় ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
কাঠমালতি ফুল ঝরে গেছে। ফল ফেটে বের হয়ে আসছে রক্তিম বর্ণের বিচি। উলোসরা, কাপাসিয়া, গাজীপুর, ২ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
১২ / ১৮
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাককে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় তিন বাসযাত্রী নিহত হন। ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, আড়িয়াল খাঁ সেতু, মাদারীপুর। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: প্রথম আলো
১৩ / ১৮
আজ মঙ্গলবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালের কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। এর মধ্যেই ট্রাক্টর দিয়ে চলছে চাষের জমি তৈরির কাজ। মাহানপাড়া, পঞ্চগড়। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: রাজিউর রহমান
১৪ / ১৮
প্রমত্ত যমুনা নদী এখন অনেক জায়গায় শুকিয়ে গেছে। সেখানে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন দুই জেলে। ধাপ, সারিয়াকান্দি, বগুড়া। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
শীত নামায় বেড়েছে চিতই পিঠার বিক্রি। চুলায় পিঠা তৈরির পাশাপাশি সামনে সাজিয়ে রাখা হয়েছে নানা পদের চাটনি। বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর, জুড়ী, মৌলভীবাজার। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: কল্যাণ প্রসূন
১৬ / ১৮
পোকামাকড় শিকারের জন্য সকালবেলা বিদ্যুতের তারে বসে আছে দুটি শালিক পাখি। পোকা দেখলেই উড়াল দিয়ে শিকার করছে। ভার্থখলা, সিলেট। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
নৌকায় বালু আনার পর পাইপের সাহায্যে স্তূপ করে রাখা হচ্ছে। পরে এখান থেকে বালু বিক্রি করা হবে। বাদাঘাট, সদর, সিলেট। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৮
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে আয়োজিত শোভাযাত্রায় ব্যানার হাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা–কর্মীরা। জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ১৯৯৭ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তি সই করেছিলেন। সেই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি এখন জানিয়ে যাচ্ছে সংগঠনটি। উজানিপাড়া, বান্দরবান। ২ ডিসেম্বর ২০২৫
ছবি: মং হাই সিং মারমা