পথের ধারে ফুটে আছে বুনো ফুল মটমটিয়া। তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ জানুয়ারিছবি: সাজেদুল আলম
২ / ১৮
হাওয়াই মিঠাই নিয়ে সড়কের পাশে ফুটপাতে বসে আছে এক কিশোর। জিন্দাবাজার, সিলেট, ১১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
খাবারের খোঁজে জোড়া গো–শালিক। বিজয়নগর, রাঙামাটি, ১১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত নগরের রাস্তা পরিচ্ছন্নতার কাজে এভাবেই ব্যস্ত থাকেন সিলেট সিটি করপোরেশনের কর্মীরা। চৌহাট্টা, সিলেট, ১১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
কাপ্তাই হ্রদের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। জেগে উঠছে চর। পাহাড়ি কিষানিরা দল বেঁধে সেই চরে ধানের চারা রোপণ করছেন। আলুটিলা, রাঙামাটি, ১১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
ধানখেতের পাশে মৎস্য চাষ, আর তার ওপর মাচা করে লাউ চাষ করেছেন কৃষক। বাজারে বিক্রির জন্য খেত থেকে লাউ সংগ্রহ করছেন তিনি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
কনকনে শীতে রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি বাঁধতে উঠেছেন এই গাছি। খেংশহর, নন্দীগ্রাম, বগুড়া, ১১ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ১৮
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ট্রাক্টর নিয়ে জমি চাষে নেমেছেন এক কৃষক। হিমাইতপুর, পাবনা, ১১ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৯ / ১৮
বাঁশের তৈরি পণ্য বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। জয়রা, মানিকগঞ্জ, ১১ জানুয়ারিছবি: আব্দুল মোমিন
১০ / ১৮
মাঠের সোনালি ধান কেটে মহিষের গাড়িতে করে মাড়াইয়ের জন্য বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ফসল পরিবহনে গ্রামাঞ্চলে এখনো টিকে আছে মহিষের গাড়ি। মালঞ্চী, পাবনা, ১১ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
বাড়িতে পোষা মুরগি বিক্রির জন্য সাইকেলে করে বেঁধে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। বেজোড়া, শাহজাহানপুর, বগুড়া, ১১ জানুয়ারিছবি: সোয়েল রানা
১২ / ১৮
সড়কের পাশে লাল–হলুদ আপেল কুল বিক্রি করছেন এক ফল বিক্রেতা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ১১ জানুয়ারিছবি: আবদুর রহমান
১৩ / ১৮
শীতের সকালে চাষের জমি সমান করতে উঁচু স্থান থেকে ঢালু স্থানে কাদা ফেলছেন কৃষক। লাইন বিল, খুলনা, ১১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৮
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন তাঁরা। ডুমুরিয়া, খুলনা, ১১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
শীতের সকালে কম্বল গায়ে দিয়ে সড়কের পাশে শুয়ে আছেন এক ভবঘুরে। জালালাবাদ পার্ক, সিলেট, ১১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
সকালবেলা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সিলেট নগরের প্রতিটি সড়ক। চৌহাট্টা, সিলেট, ১১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
তুলা সংগ্রহের পর বস্তায় ভরা হচ্ছে। হানসামাপাড়া, বান্দরবান, ১১ জানুয়ারিছবি: মং হাই সিং মারমা
১৮ / ১৮
বিক্রির জন্য খেত থেকে তুলে আনা মিষ্টি কুমড়োর শাক পানিতে ধুয়ে নিচ্ছেন এই চাষি। বিক্রিছড়া, বান্দরবান, ১১ জানুয়ারিছবি: মং হাই সিং মারমা