রাঙামাটির ঝুলন্ত সেতুটি প্রায় এক মাস ধরে ডুবে আছে হ্রদের পানিতে। পর্যটকেরা ডুবে থাকা সেতু দেখে হতাশ হয়ে ফিরছেন। অনেকেই আবার নৌকায় করে সেতুর এপার থেকে ওপারে যাচ্ছেন। ৮ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
খেত থেকে তুলে বিলেতি ধনেপাতা এভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কুকিমারা গ্রাম, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৮ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
আসছে দুর্গাপূজা। তাই চলছে প্রতিমা তৈরির কাজ। শেখেরচক এলাকা, রাজশাহী, ৮ অক্টোবরছবি: শহীদুল ইসলাম
৪ / ২০
রাতে খেতের আলপথে মাছ ধরার ফাঁদ পেতে রেখেছিলেন তিনি। সকালে সেই ফাঁদে আটকা পড়েছে ছোট ছোট মাছ। হাওড়াতলী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ৮ অক্টোবরছবি: এম সাদেক
৫ / ২০
খেত থেকে শসা তুলে বিক্রির জন্য বস্তাবন্দী করছেন কৃষকেরা। প্রতি মণ শসা পাইকারি দরে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মানিকগঞ্জ, ৮ অক্টোবরছবি: আব্দুল মোমিন
৬ / ২০
সিলেটের সুরমা নদীতে শিকারের জন্য ওড়াউড়ি করছে চিলের ঝাঁক। শেখঘাট এলাকা, সিলেট, ৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৭ / ২০
গত দুই দিনের ভারী বর্ষণে সিলেটের সুরমা নদীর পানি বেড়েছে। নৌকায় ভেসে সেই পানিতে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। কাজীরবাজার এলাকা, সিলেট, ৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৮ / ২০
একসঙ্গে অনেকগুলো বাঁশ বেঁধে তৈরি হয়েছে ভেলা। পরিবহন খরচ বাঁচাতে সিলেট অঞ্চলের মৌলভীবাজার থেকে বাঁশ কিনে ভেলা করে নদীপথে এভাবে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সুরমা নদীর কাজীরবাজার এলাকা, সিলেট, ৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৯ / ২০
খুলনার পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দিরে প্রতিমা বানানো শেষে রং করা হচ্ছে। এরপর সাজানো হবে আসল রঙে। ৮ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
বরিশালের দপদপিয়া সেতু এলাকায় সকাল হতেই সাইকেলে করে নানা ধরনের প্লাস্টিকের তৈজস নিয়ে বিক্রির জন্য বেরিয়ে পড়েছেন বিক্রেতা। ৮ অক্টোবরছবি: সাইয়ান
১১ / ২০
তিস্তার চরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। চর চল্লিশ সাল এলাকা, গঙ্গাচড়া উপজেলা, রংপুরের , ৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
শীত না পড়লেও চাহিদা থাকায় ফুটপাতে শীতের চিতই পিঠা বিক্রি করছেন কোহিনুর বেগম। শহরের নীলটুলী এলাকা, ফরিদপুর, ৮ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
অনেক খামার ও পুকুরের মাছ ভেসে আসায় শত শত মানুষের মাছ ধরার হিড়িক। নিকলীর কুর্শা এলাকা, কিশোরগঞ্জ, ৮ অক্টোবরছবি: তাফসিলুল আজিজ
১৪ / ২০
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। বিদ্যালয় ছুটির পর পানি ভেঙে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণকান্দা এলাকা, ফরিদপুর, ৮ অক্টোবরছবি: আলীমুজ্জামান
নগরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম নজরুল অ্যাভিনিউ। কয়েক দিনের বৃষ্টিতে এই সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। বৃষ্টির পানি পড়ে গর্তগুলো বড় আকার ধারণ করেছে। অশোকলা চৌহমনী এলাকা, কুমিল্লা, ৮ অক্টোবরছবি: এম সাদেক
১৭ / ২০
রংপুর নগরে টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ব্যাটারিচালিত ইজিবাইক ও চার্জার রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিটি বাজার এলাকা, রংপুর, ৮ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
সবাই বাড়ি থেকে একমুঠো চাল আর দুটি করে আলু এনে পথের ধারে রান্না করছে। সেখানে তারা পিকনিক বা চড়ুইভাতিতে মেতে উঠেছে। পোয়ালগাছা, শাজাহানপুর, বগুড়া, ৮ অক্টোবরছবি: সোয়েল রানা
১৯ / ২০
মাছ কাটার দোকান থেকে মাছের আঁশ সংগ্রহ করে রোদে শুকাতে দেওয়া হয়। শুকানোর পর সেই আঁশ প্রতি কেজি ২৫ টাকা দামে বিক্রি করা হয়। পরে প্রক্রিয়াজাত করে এসব আঁশ পাঠানো হয় বিদেশে। ফিশারীঘাট পুরোনো মাছবাজার, চট্টগ্রাম, ৮ অক্টোবরছবি: সৌরভ দাশ
২০ / ২০
ধুলাবালুতে নাকাল নগরবাসী। ভাঙা সড়কে ধুলাবালু ওড়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন পথচারী, চালক ও যাত্রীরা। ধুলা থেকে রক্ষা পেতে অনেকেই নাকে-মুখে হাত ও গেঞ্জি দিয়ে চলাচল করছেন। টাইগারপাস মোড়, চট্টগ্রাম, ৮ অক্টোবরছবি: জুয়েল শীল