একঝলক (২২ ফেব্রুয়ারি,২০২৪)

১ / ১০
গোমতী নদী থেকে প্লাস্টিকের বালতিতে করে পানি নিয়ে আসছেন আবদুর রহিম। এ পানি দেবেন নিজের মিষ্টিকুমড়াখেতে। বিবির বাজার এলাকা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১০
আলুখেতে বেড়ে উঠেছে বিভিন্ন ধরনের শাক। সেই শাক তুলছেন নারীরা। অরণ্যপুর এলাকা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১০
নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ কালীবাড়ির সামনের সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে আছে। দুর্ভোগে পড়ছে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। কান্দিরপাড়, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৪ / ১০
পোষা পাখি বিকিকিনির দোকানে পাখিবন্দী খাঁচার ওপর খাবার খেতে বসেছে মুক্ত পাখি। ফুল মার্কেট, খুলনা, ২২ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
বসন্তকালে গাছের ডালে ডালে আসতে শুরু করেছে কচি সবুজ পাতা। সেখানে বসে আছে একটি পাখি। রামজীবন এলাকা, রংপুর, ২২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
ফরিদপুর থেকে রংপুরে এসেছেন শফিকুল ইসলাম। গ্রামের পথে ঘুরে বিছানার চাদরসহ থান কাপড় বিক্রি করছেন। পালিচড়া এলাকা, রংপুর, ২২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
জমির আল ধরে বিদ্যালয়ের শিশুদের নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ২২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
গবাদিপশুকে খাওয়ানোর জন্য খেত থেকে ফুলকপির পাতা নিয়ে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। শেখপাড়া এলাকা, রংপুর, ২২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
খেত থেকে মিষ্টিকুমড়া তুলে নিয়ে চলেছেন পাইকারি বিক্রির জন্য। পাইকারিতে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হয়। মির্জানগর, মেঘনা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১০
জমি থেকে পাকা মরিচ তুলে বাড়ির পাশের খালি জমিতে শুকাচ্ছেন গৃহবধূ জুলি আক্তার। খিরাচক, মেঘনা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী