একঝলক (২২ মার্চ, ২০২৩)

১ / ১৯
চারদিকে নীল, মধ্যে হলুদ পাপড়ি। অপরূপ ঝুমকালতা ফুল। একটু বৃষ্টিতে ফুলগুলো আরও মোহনীয় হয়ে উঠেছে। ডুলিপাড়া, কুমিল্লা, ২২ মার্চ
ছবি: এম সাদেক
২ / ১৯
দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে হেলমেট–সুরক্ষা ছাড়াই এক মোটরসাইকেলে চারজন গন্তব্যে যাচ্ছেন। অথচ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২২ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৯
মহেশপুর পালপাড়ায় হাঁড়ি ঢেকে রাখার সরা বানিয়ে শুকাতে দিচ্ছেন এক নারী। এরপর এগুলো আগুনের বড় চুলায় পুড়িয়ে প্রস্তুত করা হবে। তখন লাল কিংবা হলদেটে রং ধারণ করবে এগুলো। এরপর বিক্রির জন্য চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। মহেশপুর, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ২২ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ১৯
সাঁকোর ওপর বসে গল্পে মশগুল একদল শিশু-কিশোর। সাঁকোর নিচ দিয়ে বয়ে গেছে খাল। বড় পুইয়াউটা, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ২২ মার্চ
ছবি: সাইয়ান
৫ / ১৯
তখনো ওএমএসের দোকান খোলেনি। কাকডাকা ভোর থেকেই আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন। শহীদ কাজী নুরুন্নবী পৌর মার্কেট এলাকা, নওগাঁ, ২২ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ১৯
মহাসড়কে সেতুর রেলিংয়ের ওপর দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে সেলফি তুলছেন এক তরুণ। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মাধবপুর, ভাঙ্গা, ফরিদপুর, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৯
একজন পাঠদান করছে। বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। বিকেলে এমন ‘স্কুল খেলায়’ মেতেছে এই কোমলপ্রাণ শিশুরা। আঠারোকোঠা এলাকা, রংপুর, ২১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
ইফতারে নিত্যদিনের সঙ্গী খেজুর। রোজার আগে থেকে বেড়েছে খেজুরের দাম। রোজা শুরুর আগে থেকে অনেকে খেজুর কিনছেন। বিক্রেতারাও নানা ধরনের খেজুর সাজিয়ে রেখেছেন দোকানে। ক্রেতারা বলছেন, এবার খেজুরের দাম চড়া। খেজুর ও ফল কিনতে দোকানে ভিড় করছেন লোকজন। বন্দরবাজার, সিলেট, ২২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
ভাজন ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চকলেটদৌড়ে অংশ নেয় শিক্ষার্থীরা। ভাজন ডাঙ্গা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৯
রোজা সামনে রেখে ইফতারের জন্য ফল কিনতে দোকানে দেখা যায় ভিড়। বেদনা প্রতি কেজি ৩৫০ টাকা, মাল্টা ২০০ টাকা, আপেল ২৫০ টাকা, কমলা ২০০ টাকা, আঙুর ২২০ টাকা, কালো আঙুর ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বড়বাজার, খুলনা, ২২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৯
পদ্মা নদী ও ভুবনেশ্বর নদে সারা বছর মাছ ধরে সংসার চালান খবির উদ্দিন শেখ। এখন মাছ ধরার নতুন একটি জাল তৈরি করছেন তিনি। চর টেপাখোলা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
পদ্মা নদীর ক্যানেল থেকে হাতড়ে মাছ ধরছেন গৃহবধূ ছবিরন বেগম। বেলে, চিংড়ি, বাইমসহ নানা প্রজাতির মাছও তিনি পাচ্ছেন। মুন্সি ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
চরাঞ্চলে পণ্য আনা-নেওয়ার কাজের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করেই কৃষকের কৃষিপণ্য ‘চৈতালি ফসল’ বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। চর টেপুরা কান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৯
আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি হাতে নিয়ে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ মানববন্ধন করে। জেলেপাড়া, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, ২২ মার্চ
ছবি: প্রথম আলো
১৫ / ১৯
ভাটা থেকে ট্রলারে করে গোলায় আনা হয়েছে ইট। ট্রলার থেকে ১৮টি করে ইট মাথায় নিয়ে গোলায় রাখছেন শ্রমিকেরা। এই শ্রমিকদের প্রতিদিনের মজুরি ৬০০ টাকা। ১ নম্বর কাস্টম ঘাট, খুলনা, ২২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৯
রংপুরে কয়েক দিন থেকে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। তাতেই জমিতে জমেছে পানি। এই সুযোগে চাষিরা বোরো রোপণের জন্য তড়িঘড়ি জমি চাষ করছেন। ভিমেরগড়, মিঠাপুকুর, রংপুর, ২২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
সিলেটে গত কয়েক দিনের মতো বুধবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে মাছ বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। বৃষ্টি থেকে বাঁচতে ঢাকনা মাথায় দিয়ে পথ চলেছেন তিনি। কিনব্রিজ এলাকা, সিলেট, ২২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৯
বাঁশের তৈরি এসব টুকরি বালু-পাথরশ্রমিকেরা ব্যবহার করেন। সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে পাইকারি দরে টুকরি কিনে এনে খুচরা বিক্রির জন্য দোকানে রাখা হচ্ছে। প্রতিটি টুকরি বিক্রি হয় ১৫০ টাকায়। তোপখানা এলাকা, সিলেট, ২২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৯ / ১৯
শুক্রবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আন্দরকিল্লা শাহি জামে মসজিদে সাধারণ মুসল্লিদের ইফতারের জন্য ধুয়েমুছে নেওয়া হচ্ছে থালা, বাসন ও গ্লাস এবং তৈরি করা হচ্ছে প্যান্ডেল। আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে, চট্টগ্রাম, ২২ মার্চ
ছবি: জুয়েল শীল