প্রচণ্ড রোদে কাবু মানুষ থেকে শুরু করে প্রাণিকূল। গরুর বাছুরকে ছাতা দিয়ে আড়াল করে ভ্যানযোগে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ২৪ এপ্রিলছবি: সোয়েল রানা
৬ / ২১
বাজারে বিক্রির জন্য বাড়িতে বসে কাসুন্দি বানাচ্ছেন এক নারী। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ২৪ এপ্রিলছবি: আলিমুজ্জামান
৭ / ২১
বাতাসে গাছ থেকে সয়াবিন আলাদা করে নিচ্ছেন কৃষক। দৌলতখান, ভোলা, ২৪ এপ্রিলছবি: নেয়ামতউল্যাহ
পয়োনিষ্কাশন নালার জন্য খুঁড়ে রাখা হয়েছে রাস্তা। পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। মগবাজার, ঢাকা, ২৪ এপ্রিলছবি: দীপু মালাকার
১০ / ২১
গাছের ডালে বসে আছে একটি বানর। মিটিঙাছড়ি পাহাড়, রাঙামাটি, ২৪ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত গ্যাস গ্যাস ছিল না। এতে বিপাকে পড়েন সিএনজিচালিত গাড়ির চালকেরা। মিরপুরের সেনপাড়া, ঢাকা, ২৪ এপ্রিলছবি: জাহিদুল করিম
১২ / ২১
সড়কে ঘুরে ঘুরে খেলনা বাদ্যযন্ত্র বিক্রি করছেন এক বিক্রেতা। কলেজ সড়ক, রংপুর, ২৪ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
গরমে আরাম পেতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে এসেছে শিশু–কিশোরেরা। নদের পানিতে মেতেছে দুরন্তপনায়। শায়েস্তাবাদ বাজার, বরিশাল, ২৪ এপ্রিলছবি: সাইয়ান
১৪ / ২১
বেলগাছের পাতা ঝরে গেছে। পাতাহীন গাছের ডালে ঝুলছে বেল। স্টেশন সড়ক, রংপুর, ২৪ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বরিশাল সিটি মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করেন। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ২৪ এপ্রিলছবি: সাইয়ান