একঝলক (১২ জুন ২০২৫)

১ / ২০
তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে কুমার নদে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। মহারাজপুর, ফরিদপুর, ১২ জুন
ছবি: আলীমুজ্জামান
২ / ২০
তপ্ত দুপুরে ছাতা মাথায় চা-বাগানের পথ ধরে হাঁটছে দুই কিশোর। দলদলি চা-বাগান, সিলেট, ১২ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
ফসল রোদে শুকানোর কাজে ব্যবহৃত জালের ছেঁড়াফাটা সেলাই করছেন কৃষক বাবা ও মেয়ে। চর কৃষ্ণনগর, ফরিদপুর, ১২ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ২০
যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগানের মাধ্যমে নজরদারি বাড়িয়েছে হাইওয়ে থানা-পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১২ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২০
প্রখর রোদে বাড়ির পাশের পাকা সড়কে তিল শুকাচ্ছেন এক কিষানি। হাট গোবিন্দপুর, ফরিদপুর, ১২ জুন
ছবি: আলীমুজ্জামান
৬ / ২০
রোদ ও গরম থেকে বাঁচাতে মুরগি পরিবহনের সময় গাছের পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে খাঁচা। রাধানগর, পাবনা, ১২ জুন
ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
প্রখর রোদ থেকে বাঁচতে সন্তান ও নিজেকে গামছা দিয়ে ঢেকে নিয়েছেন বাবা। ৫ নং ঘাট, খুলনা, ১২ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। স্বাস্থ্যঝুঁকি সত্ত্বেও কদর বেড়েছে ফুটপাতের অস্থায়ী দোকানের শরবতের। সুরমা পয়েন্ট, সিলেট, ১২ জুন
ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
গতকাল বুধবার ছিল ২০২৫ সালের বিরল স্ট্রবেরি মুন। গত দুই দশকের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকা পূর্ণিমার চাঁদ। পদ্মাঘাট, পাবনা, ১১ জুন
ছবি: হাসান মাহমুদ
১০ / ২০
প্রকৃতিতে শোভা ছড়িয়ে গাছে ফুটে আছে বকুল ফুল। পূর্ব লক্ষ্মীকোলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ জুন
ছবি: সাজেদুল আলম
১১ / ২০
নদীর স্বচ্ছ পানিতে ভেসে বেড়াচ্ছে হাঁস। বাহিরচর, কিশোরগঞ্জ, ১২ জুন
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২০
প্রচণ্ড গরমে লেবুপানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন এক শ্রমজীবী। জিলা স্কুল এলাকা, বরিশাল, ১২ জুন
ছবি: সাইয়ান
১৩ / ২০
প্রখর রোদের মধ্যে ঠেলাগাড়িতে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন শ্রমজীবী। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়ক, বরিশাল, ১২ জুন
ছবি: সাইয়ান
১৪ / ২০
রোদ ও গরম উপেক্ষা করে গরু নিয়ে হাল চাষে বের হয়েছেন এই চাষি। নয়াপুকুর, রংপুর, ১২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। পানবাজার, রংপুর, ১২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
প্রখর রোদে মাথাল পরে কাজে যাচ্ছেন এক কৃষক। আটাপাড়া, গাবতলী, বগুড়া, ১২ জুন
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
চাষের এক ফাঁকে জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। তাঁতুড়া, গাবতলী, বগুড়া, ১২ জুন
ছবি: সোয়েল রানা
১৮ / ২০
তপ্ত রোদে প্রাণ ওষ্ঠাগত মানুষ থেকে প্রাণিকুলের। জলাশয়ের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে গরু। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১২ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
বুনো ফুলে মধুর খোঁজে প্রজাপতি। কলাবুনিয়া, রাঙামাটি, ১২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২০
জমিতে কচুগাছের ফাঁকে ঘোড়া দিয়ে হাল চাষে ব্যস্ত কৃষক। পালিচড়া, রংপুর, ১২ জুন
ছবি: মঈনুল ইসলাম