একঝলক (১ জুন ২০২৫)

১ / ১১
ঈদ সামনে রেখে নতুন পোশাক কিনতে দোকানে এসেছেন তাঁরা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ জুন
ছবি: সাজেদুল আলম
২ / ১১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন–সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সমাবেশে প্লাস্টিক পণ্য বর্জনসহ পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড পরিত্যাগের আহ্বান জানানো হয়। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ১ জুন
ছবি: সাইয়ান
৩ / ১১
টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ছড়ার পাড় ভাঙছে। এতে পাহাড়ি বসতির পাশাপাশি রাঙামাটি–চট্টগ্রাম সড়ক ভাঙনের মুখে পড়েছে। ঘাগড়া কলাবাগান, রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১১
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ স্লোগানে রংপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নগরে শোভাযাত্রা বের করা হয়। এতে জেলার খামারিরা অংশ নেন। কাছারিবাজার, রংপুর, ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ছুরি, দা, বঁটিতে শান দেওয়ার দোকানের শ্রমিকেরা। নিউমার্কেট, রাজশাহী, ১ জুন
ছবি: শহীদুল ইসলাম
৬ / ১১
সিলেট থেকে আসা আনারস রিকশা ভ্যানে তুলে বিক্রি করতে যাচ্ছেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। মুন্সিপাড়া, রংপুর, ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনার ঈশ্বরদীতে এ বছর লিচুর ফলন বিপর্যয় হয়েছে। চাহিদার বিপরীতে লিচুর আমদানি কম হওয়ায় অন্য বছরের তুলনায় দামও বেড়েছে। রোববার প্রকারভেদে প্রতি হাজার ভালো মানের লিচু বিক্রি হয় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায়। আওতাপাড়া লিচুর হাট, ঈশ্বরদী, পাবনা, ১ জুন
ছবি: হাসান মাহমুদ
৮ / ১১
কয়েক দিন পরই ঈদুল আজহা। কোরবানির পশু কাটাকাটির জন্য তাই ছুরি, দা, বঁটির চাহিদা বেড়েছে। বিভিন্ন ধরনের ছুরি, দা, চাপ্পর, চাকুর পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১ জুন
ছবি: হাসান মাহমুদ
৯ / ১১
সনাতন ধর্মাবলম্বীদের জামাইষষ্ঠীপূজায় পুরোহিতের সঙ্গে বসে পূজা অর্চনায় ব্যস্ত নারীরা। পালপাড়া মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির, রংপুর, ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
অতিবৃষ্টিতে পাহাড়ের ঢাল ধসে পড়েছে সড়কের ওপর। নেন্সী বাজার, খাগড়াছড়ি, ১ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১১
কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খেতের ফসল তিল। পানির মধ্য থেকে কলার ভেলায় করে তিলের গাছ উঠিয়ে বাড়ি আনছেন কৃষকেরা। বাসাগাড়ি, ডাংগী, ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান