একঝলক (২১ মে ২০২৪)

১ / ১৩
হাটে ধান বেচাকেনা। ভোর থেকে এই ধান কিনে জমা করেছেন ব্যাপারীরা। বস্তাবন্দী করে তা নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। বনওয়ারী নগর পৌর মাঠ, ফরিদপুর, পাবনা, ২১ মে
ছবি: হাসান মাহমুদ
২ / ১৩
মে মাস এলেই সতেজ হয়ে ওঠে গাছ, ফোটে দৃষ্টিনন্দন লাল ফুল। এ কারণে ফুলটির নাম মে ফ্লাওয়ার। দিলালপুর, পাবনা, ২১ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে ঘণ্টাব্যাপী যোগাসনের আয়োজন করে রাঙামাটির কোয়ান্টাম ফাউন্ডেশন। সেখানে অংশ নেন নারী, পুরুষ ও শিশুরা। শহরের শহীদ মিনার প্রাঙ্গণ, রাঙামাটি, ২১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
আখের গুড় বাড়িতে বানিয়ে মটকায় করে শহরে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
ভৈরব নদে পানির ওপর লাফিয়ে উঠেছে একটি শুশুক। শীতের ঘাট, ফুলতলা, খুলনা, ২১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বেরিয়েছেন এই ফেরিওয়ালা। দর্শনা এলাকা, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
বৃষ্টিতে পুকুর বা জলাশয়ে পানি বাড়ছে। সেই পানিতে অনেকেই ছাড়বেন মাছের পোনা। তাই নানা জাতের পোনা হাঁড়িতে নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই বিক্রেতা। জাতভেদে প্রতি কেজি পোনা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন তিনি। লতিবপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৩
বরবটির ফলন এবার ভালো। বরবটি তুলেছেন এই কৃষক।  সুবর্ণপুর গ্রাম, কুমিল্লা, ২১ মে
ছবি: এম সাদেক
৯ / ১৩
পুকুরের পাড়ে রোদে শুকানো হচ্ছে ঘেঁষে জিরা জাতের মরিচ। এসব শুকনা মরিচ পাইকার ও আড়তদারদের কাছে প্রতি মণ বিক্রি করা হয় ৯ হাজার টাকা দরে। সেনিহারী, রুহিয়া, ঠাকুরগাঁও, ২১ মে
ছবি: দীপু মালাকার
১০ / ১৩
বাজারে উঠতে শুরু করেছে পাবনার ঈশ্বরদীর লিচু। ছিলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২১ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৩
ঢাকা মহানগরে অটোরিকশা ও ইজিবাইক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে ‘রিকশা অটোরিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদ’। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২১ মে
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৩
উত্তরবঙ্গ থেকে পিকআপে ভরে বিভিন্ন ধরনের সবজি রাজধানীর বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মাটিডালি এলাকা, বগুড়া, ২১ মে
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল করে গণসংহতি আন্দোলন। তাতে বাধা দেয় পুলিশ। মতিঝিল, ঢাকা, ২১ মে
ছবি: সাজিদ হোসেন