একঝলক (১২ জুলাই, ২০২৩)

১ / ১৩
কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন করার পর জোয়ারের সময় তা বিভিন্ন খাল দিয়ে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। পটিয়া শিকলবাহা এলাকা, চট্টগ্রাম, ১১ জুলাই
ছবি: সৌরভ দাশ
২ / ১৩
দেখলেই মনে হবে মাটির সড়ক। বৃষ্টিতে কর্দমাক্ত এ সড়কটি মূলত খুলনা শিপইয়ার্ড সড়কের অংশ। প্রায় ১০ বছর ধরে সংস্কার না হওয়া সড়কটির বেহাল দশা। এই সড়কের প্রশস্তকরণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনে, খুলনা, ১২ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
ভ্যানে আম সাজিয়ে রাখছেন বিক্রেতারা। সুস্বাদু আম্রপালি জাতের এই আম খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পৌরসভাসংলগ্ন সড়ক, বগুড়া, ১২ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কারাতে প্রশিক্ষণ নেওয়ার হার বাড়ছে। শুক্রবার ছুটির দিন বাদে সপ্তাহের ছয় দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। চাঁদমারি, পাবনা, ১১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। মাঝপথে সাইকেল নষ্ট হয়ে বিড়ম্বনায় পড়ে সে। ক্যালিকো মোড়, পাবনা, ১১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে বালু টানার কাজ করছেন দিনমজুরেরা। সারা দিন কাজ করে মজুরি হিসেবে তাঁরা পাবেন ৬০০ টাকা করে। কালীদহ মোড়, পাবনা, ১১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৩
ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করছে পাটবোঝাই নছিমন। পৌর জামতলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
দুই ছেলেকে এভাবে সাইকেলে নিয়ে যাচ্ছেন এই আইসক্রিমওয়ালা। বোতলা এলাকা, রংপুর, ১২ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
পানিতে জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছেন কৃষি শ্রমিকেরা। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ১২ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
গবাদিপশুর জন্য হাঁটুপানিতে নেমে ঘাস কাটছে এক কিশোর। চণ্ডীপুল এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
সিলেটে পাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ করা হয়। ফলনও বেশ ভালো। বিক্রির জন্য ঝাঁপিতে লেবু সাজিয়ে রাখা হচ্ছে। পাইকারি দরে বাজারে প্রতি হালি লেবু আকারভেদে বিক্রি হয় ১০ থেকে ২০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ১২ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
সড়কের ওপরে জমে আছে বালুর স্তূপ। সেই বালুতে খেলায় মেতে উঠেছে চড়ুই পাখিটি। টাউন হল মাঠ, কুমিল্লা, ১২ জুলাই
ছবি: এম সাদেক
১৩ / ১৩
কদম ফুলে বসেছে বাহারি রঙের প্রজাপতিটি। ঝাঁকুনিপাড়া গ্রাম, সদর উপজেলা, কুমিল্লা, ১১ জুলাই
ছবি: এম সাদেক