একঝলক (৭ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১১
ফাগুন আসার আগেই ফুটেছে পলাশ ফুল। সে ফুলের মধু খেতে পাখির আনাগোনা। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, গোবিন্দা, পাবনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ১১
হাঁড়ি-পাতিল তৈরি করতে এঁটেল মাটি কাটছেন নারী মৃৎশিল্পী। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
ফুলচাষি আনিসুল হক বাগান থেকে গোলাপ তুলছেন। গোপীনাথপুর এলাকা, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
গোমতী নদীর চরে ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বানাশুয়া এলাকা, কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ১১
বিলে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। বর্ণি এলাকা, কোম্পানীগঞ্জ, সিলেট, ৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ১১
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা সামনে রেখে প্রতিমা বানাতে ব্যস্ত শিল্পী। পালপাড়া এলাকা, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
শীতের সকালে গরু, জোয়াল ও মই নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক। বলরামপুর এলাকা, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
স্কুলমাঠে মাটিতে আঁকিবুঁকি করছে খুদে শিক্ষার্থীরা। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ১১
বালুর মাঠে ফুটবল নিয়ে কসরত করছে এক শিশু। লবণচরা, খুলনা শহর, ৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
শর্ষে মাড়াইয়ের পর ঘোড়ার গাড়িতে করে গাছ নিয়ে যাওয়া হচ্ছে। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১১
ভালো দামের আশায় খেতের অপুষ্ট রসুন তুলে তা বিক্রির জন্য বাছাই করছে কৃষক পরিবার। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৬ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান