একঝলক (২১ মার্চ, ২০২৩)

১ / ১৪
পাহাড়ে তীব্র পানিসংকট তৈরি হয়েছে। ছড়ার যেখানে সামান্য পানি পাওয়া যায়, সেখানে ভিড় করছেন পাহাড়ি নারীরা। তবে সেখানেও লাইন ধরতে হয় পানির জন্য। বাদলছড়ি গ্রাম, কাউখালি, রাঙামাটি, ২১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৪
গাছে গাছে এখন শোভা পাচ্ছে লিচুর মুকুল। আর সেই মুকুলের মধু সংগ্রহ করতে লিচুবাগানগুলোয় বসানো হয়েছে মৌ-বাক্স। দাপুনিয়া, পাবনা, ২১ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
গত দুই দিন কালবৈশাখীর সঙ্গে ছিল বৃষ্টিও। বৃষ্টির পানি জমিতে জমে নষ্ট হতে বসেছে সবজিখেত। খেতে জমে থাকা পানি সরাতে নালা তৈরি করছেন কৃষক আবুল হোসেন। নয়দুয়ারিয়া এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২১ মার্চ
ছবি: ইকবাল হোসেন
৪ / ১৪
নদ-নদীর পানি কমে-বাড়ে। কিন্ত মৎসজীবীদের ব্যস্ততা থাকে সারা বছরই। সকালে সিলেটের সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে এসেছেন এক মৎস্যজীবী। সুরমা নদী, চাঁদনীঘাট, সিলেট, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
খেত থেকে তোলা হয়েছে খেসারির ডাল। শুকানোর পর ঝেড়েবেছে পরিষ্কার করা হচ্ছে। শ্রীমদ্দী গ্রাম, হোমনা, কুমিল্লা, ২১ মার্চ
ছবি: এম সাদেক
৬ / ১৪
বগুড়ার প্রসিদ্ধ দই তৈরির সময় তা ঢেকে রাখতে ছাতা ব্যবহৃত হয়। সেই ছাতা তৈরি করছেন একদল শ্রমিক। প্রতিটি ছাতা তৈরি করে বিক্রি করেন ছয় থেকে আট হাজার টাকায়। হাপুনিয়া গোসাইবাড়ি এলাকা, শেরপুর, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
৭ / ১৪
চাতালে ধান খেতে জড়ো হয়েছে ঘুঘু ও পায়রা। দড়িপাড়া এলাকা, শেরপুর, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৪
দুপুর ১২টা পেরিয়ে গেলেও আসেনি টিসিবির চালের গাড়ি। চাল নেওয়ার জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। বাস্তুহারা কেসিসি মার্কেট, খুলনা, ২১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৪
টিসিবির পণ্য নিতে মধ্যরাত থেকে দোকানের সামনে লাইনে অপেক্ষা করছেন ফ্যামিলি কার্ডধারী স্থানীয় বাসিন্দারা। বেলা তিনটার দিকে তাঁরা জানতে পারেন, আজ বুধবার আর পণ্য আসছে না। পল্লবী, মিরপুর, ঢাকা, ২১ মার্চ
ছবি: সৈয়দ জাকির হোসেন
১০ / ১৪
সামনে পবিত্র রমজান। রমজান মাসে ইফতারে মুড়ির চাহিদা বেড়ে যায়, তাই কারখানায় মুড়ি উৎপাদনে ব্যস্ত শ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ২১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে চলছে সবজিবোঝাই পিকআপটি। এর মধ্যে আবার এক নারী ঝুঁকি নিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছেন। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কোরপাই এলাকা, বুড়িচং, কুমিল্লা, ২১ মার্চ
ছবি: এম সাদেক
১২ / ১৪
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যাপক ফলন হয়েছে বাঙ্গির। কয়েকজন কৃষক জানান, ফলন ভালো হয়েছে, বাজারদরও ভালো। এসব বাঙ্গি পাইকারি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নাওতলা গ্রাম, কুমিল্লা, ২১ মার্চ
ছবি: এম সাদেক
১৩ / ১৪
আলু তোলা শেষে সেই জমিতে বোরো ধান রোপণের হিড়িক পড়েছে চারদিকে। তাই বীজতলা থেকে বীজ তুলছেন শ্রমিকেরা। নাচনিয়া এলাকা, রংপুর, ২১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৪
ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে চড়ুই পাখিটি। বিদ্যুতের তারে বসে গা ঝাড়া দিচ্ছে এটি। বন্দরবাজার এলাকা, সিলেট, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ