গত বৃহস্পতিবার রাতে গাছের একটি বড় অংশ ভেঙে পড়ে বন্ধ হয়ে আছে সড়কে ওঠার রাস্তা। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। মেরুল বাড্ডা, ঢাকা, ২৫ জুলাইছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৩
পয়োনিষ্কাশন লাইন তৈরির জন্য খোঁড়া হয়েছে সড়ক। এতে বিপাকে পথচারীরা। হাসেম খান সড়ক, রায়েরবাজার, ঢাকা, ২৫ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৩
উন্মুক্ত ফলের বাগান তৈরির লক্ষ্যে পান্থকুঞ্জ পার্কে ফল গাছের চারা রোপণ করে ‘সহনাগরিক ফাউন্ডেশন’। সবার সঙ্গে গাছের চারা রোপণ করছে শিশু ফারিশা। পান্থকুঞ্জ পার্ক, ঢাকা, ২৫ জুলাইছবি: মীর হোসেন
৪ / ১৩
সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের প্রায় আড়াই কিলোমিটার এলাকায় একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল, টেকনাফ, ২৫ জুলাইছবি: গিয়াস উদ্দীন
৫ / ১৩
সকাল থেকে বৃষ্টির পর পরিষ্কার আকাশে দেখা যায় সাদা মেঘ। এমনই প্রকৃতিতে কলের লাঙলে জমি চাষ দিচ্ছে এক কিশোর। মাহমুদপুর, পাবনা, ২৫ জুলাইছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
জেলার বাইরে থেকে ভোরবেলা দোকানের সামনে এনে জড়ো করা হয় পানের গাঁটরি। সকালে দোকান খুলে সেই পান সাজিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন এক ব্যবসায়ী। বড় বাজার, পাবনা, ২৫ জুলাইছবি: হাসান মাহমুদ
৭ / ১৩
শরীয়তপুরের জাজিরার উকিল উদ্দিন মুন্সিকান্দি গ্রামে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি। উকিল উদ্দিন মুন্সিকান্দি, জাজিরা, শরীয়তপুর, ২৫ জুলাইছবি: সত্যজিৎ ঘোষ
৮ / ১৩
বর্ষাকালে বিলে ফুটেছে শাপলা। বিল থেকে শাপলা তুলে এনে সকাল সকাল স্থানীয় বাজারে বিক্রি করতে যাচ্ছে এক শিশু। ত্রিপল্লী এলাকা, বোয়ালমারী সদর উপজেলা ফরিদপুর, ২৫ জুলাইছবি: আলীমুজ্জামান
৯ / ১৩
গৃহপালিত ছাগল নিয়ে ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে যাচ্ছেন একজন নারী। শ্যামপুর, রংপুর, ২৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
আমন ধানের চারা রোপণের জন্য মাঠে যাচ্ছেন দুই কৃষক। নুরুইল বিল এলাকা, বগুড়া সদর, ২৫ জুলাইছবি: সোয়েল রানা
১১ / ১৩
গৃহপালিত গরু বিক্রি করার জন্য ইঞ্জিনচালিত নৌকায় ভর্তি করে রাঙামাটি শহরে ট্রাক টার্মিনাল ঘাটে এনেছেন গ্রামের বাসিন্দারা। শহর থেকে আসা ক্রেতার অপেক্ষায় বসে আছেন তাঁরা। রাঙামাটি, ২৫ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৩
পানির চাপে বন্যা নিয়ন্ত্রণের কাটাখালী বাঁধ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে যায়। এই বাঁধ ধসে বিপাকে পড়েছেন এলাকাবাসী। চককল্যাণী, শেরপুর, বগুড়া, ২৫ জুলাইছবি: প্রথম আলো
১৩ / ১৩
প্লাস্টিকের ড্রাম আর কাঠের তৈরি অস্থায়ী সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। গোমতী নদী, আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা, ২৫ জুলাইছবি: আবদুর রহমান ঢালী