একঝলক (২৯ অক্টোবর ২০২৫)

১ / ২৫
ফুটেছে রঙিন জবা ফুল। মিয়ার বাজার, কুমিল্লা, ২৯ অক্টোবর
ছবি: আবদুর রহমান
২ / ২৫
ফুলজোড় নদে হাতিকে গোসল করাতে নেমে বিপাকে পড়েন মাহুত ওমর ফারুকসহ চারজন। হাতিটি তীরে উঠতে চাইছিল না। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাঁরা হাতিটিকে ডাঙায় তোলেন। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৩ / ২৫
ভেসে থাকা কচুরিপানার ওপর হাঁটছে একটি বক। কোরবানটিলা, সিলেট, ২৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৫
পানির ওপর থাকা গাছের ডালে বসে আছে কয়েকটি পানকৌড়ি। পিঠাকরা হাওর, সিলেট, ২৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৫
সাইকেলে চেপে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। তারাকান্দা, ময়মনসিংহ, ২৯ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
৬ / ২৫
পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন জেলেরা। দৌলতদিয়া, রাজবাড়ী, ২৯ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৭ / ২৫
খেত থেকে আখ সংগ্রহ করছেন চাষি। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ২৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৫
সবুজ পাহাড়ে মেঘের ভেলা। বটতলী, রাঙামাটি, ২৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
ঘেরের পাশে টমেটো খেতে বেড়া দেওয়ার কাজ করছেন একজন। রাজবাঁধ, বটিয়াঘাটা, খুলনা, ২৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
সবুজ পাতার ওপর এসে বসেছে রঙিন প্রজাপতি। ধর্মসাগর, কুমিল্লা, ২৯ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১১ / ২৫
গাছের ডালে বসে আছে মাছরাঙা। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ২৯ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
১২ / ২৫
সড়কজুড়ে জমে আছে পানি। ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। পল্লী বিদ্যুৎ বাজার সড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২৫
প্রথম আলোর আয়োজনে ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ২৯ অক্টোবর
ছবি: জাহিদুল করিম
১৪ / ২৫
মৌসুমি ফল জলপাই বিক্রি করছেন এক ব্যবসায়ী। সিটিপার্ক বাজারের সামনে, রংপুর, ২৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
পাবনা থেকে শনপাপড়ি নিয়ে রংপুর শহরে ফেরি করে বিক্রি করছেন এই ব্যবসায়ী। পৌর বাজারের সামনে, রংপুর, ২৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
ফসলের জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন এক কৃষক। ক্যমলং, বান্দরবান, ২৯ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২৫
বাঁশের সবুজ পাতায় জমেছে শিশির, বার্তা দিচ্ছে শীতের আগমনীর। লম্বাঘোনা, বান্দরবান, ২৯ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ২৫
গরুকে গোসল করানোর জন্য নদীতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কুঁড়িপাড়া চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৯ / ২৫
ধানখেতের মাঝখানে পুঁতে রাখা গাছের ডালে বসে খাবারের খোঁজে বাহারি রঙের কসাই পাখি। নালিয়াটেকি, শ্রীপুর, গাজীপুর। ২৯ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
২০ / ২৫
নদী থেকে পাড়ে তুলে ট্রলার মেরামতে ব্যস্ত শ্রমিক। বাইনতলা, বটিয়াঘাটা, ২৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২৫
যমুনার চরে ৩৫টি ভেড়া লালন-পালন করেন গৃহিণী। জোড়া ভেড়ার একটি বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন তিনি। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
২২ / ২৫
সড়কের পাশে ভ্যানে কলা নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। তোপখানা, সিলেট, ২৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৫
শাপলা বিলের ভেতর দিয়ে মাছের পাত্র নিয়ে পাড়ে আসছেন দুই ব্যক্তি। মজলিশপুর, বসন্তপুর, রাজবাড়ী, ২৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৫
সন্তানকে নিয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন মৎস্যচাষি। মজলিশপুর, বসন্তপুর, রাজবাড়ী, ২৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
হালি পেঁয়াজের চারা উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছেন দুই কৃষক। হাটজয়পুর, বসন্তপুর, রাজবাড়ী, ২৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান