সারি ভেঙে কেউ টিসিবির পণ্য কেনার চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পরিবেশক। নতুনবাজার লঞ্চঘাট এলাকা, খুলনা, ৬ জুনছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
চাটমোহর শাহি মসজিদ প্রাঙ্গণে প্রাচীন এই গাছের কাণ্ডজুড়েই ঝুলছে অনেক কাঁঠাল। চাটমোহর, পাবনা, ৬ জুনছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। ধান কাটার পর পানি মাড়িয়ে বাড়ি ফিরছেন কৃষক। মাদারপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৬ জুনছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
সড়কের মধ্যে দ্রুতগতির লেনে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। ঝুঁকি নিয়ে যাত্রীরা সড়ক বিভাজক টপকে রাস্তা পার হচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৬ জুনছবি: দিনার মাহমুদ
৫ / ১৬
খেলায় মেতেছে দুই শিশু-কিশোর। ভেলুপাড়া এলাকা, রংপুর, ৬ জুনছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
বৃষ্টির মৌসুম চলছে। গ্রামের পথের ধারে বসে ছাতা মেরামত করছেন মমতাজুর রহমান। পাইকান এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৬ জুনছবি: মঈনুল ইসলাম
আমের বাজার সড়কেজুড়ে। এর ফলে সৃষ্টি হয় যানজটের আর ভোগান্তিতে পড়েন পথচারীরা। রাজশাহী-ঢাকা মহাসড়ক, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী, ৬ জুনছবি: শহীদুল ইসলাম
৯ / ১৬
সাইকেলে করে মাছের পোনা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বলরামপুর এলাকা, রংপুর, ৬ জুনছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
কাজের ফাঁকে সড়কের ধারে গাছের ছায়ায় বসে কাঁঠাল খাচ্ছেন সড়ক মেরামতের কাজ করা নারী শ্রমিকেরা। পাথরাইল এলাকা, আজিমনগর, ভাঙ্গা, ফরিদপুর, ৬ জুনছবি: আলীমুজ্জামান
১১ / ১৬
গাছে ঝুলছে থোকা থোকা লটকন। কিছুদিনের মধ্যে এসব লটকন পাকতে শুরু করবে। আখিরাহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৬ জুনছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
বোরো ধান মাড়াই শেষে সড়কের পাশে বাতাসে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন গৃহবধূ রোজিনা বেগম। মধ্য পাথরাইল এলাকা, আজিমনগর, ভাঙ্গা, ফরিদপুর, ৬ জুনছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
দেয়ালের ওপর বসে আছে একটি চড়ুই পাখি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, নারুলী এলাকা, বগুড়া, ৬ জুনছবি: সোয়েল রানা
১৪ / ১৬
কদিন বাদেই পানিতে ডুবে যাবে চলনবিলের এসব নিচু এলাকা। তাই তড়িঘড়ি করে মাঠের ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত কিষান-কিষানি। চলনবিল, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা, ৬ জুনছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
রাঙামাটি-আসামবস্তি-বড়াদম কাপ্তাই সড়কের বিভিন্ন জায়গা ভেঙে ঝুঁকি তৈরি হয়েছে। সড়কের পাশের পিলারে ভূমিধস নিয়ে সতর্কবার্তা টাঙিয়ে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কামিলাছড়ি গ্রাম এলাকা, রাঙামাটি, ৬ জুনছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
পুরান ঢাকার মিরনজিল্লা কলোনি থেকে হরিজনদের ‘উচ্ছেদের’ প্রতিবাদে নগর ভবন ঘেরাও করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা, ৬ জুনছবি: দীপু মালাকার