একঝলক (১২ এপ্রিল ২০২৪)

১ / ১১
ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। পটুয়াখালী, ১২ এপ্রিল
ছবি: প্রথম আলো
২ / ১১
এটি কোনো পর্যটন স্থান না হলেও ঈদের ছুটিতে অনেক মানুষ ঘুরতে এসেছেন টেবুনিয়া স্টেশন ও কৃষিখামারে। এই জনসমাগমকে কেন্দ্র করে শিশুদের জন্য নানা খেলনা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। টেবুনিয়া কৃষিখামার, পাবনা, ১২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ১১
ঈদের পর বন্ধুদের নিয়ে বেড়াতে বের হয়েছেন কিশোর-তরুণেরা। খোলা ট্রাকের মতো ব্যাটারিচালিত অটোতে দাঁড়িয়েও নাচানাচি করছেন তাঁরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ঈশ্বরদী-রাজশাহী মহাসড়ক, লালপুর, নাটোর, ১২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৪ / ১১
ঈদের আনন্দে ঘুরছেন মানুষ। পৌর শিশুপার্ক, তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৫ / ১১
চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। চট্টগ্রাম, ১২ এপ্রিল
ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
৬ / ১১
পিকআপ ভ্যানে চড়ে ঘুরতে বেরিয়েছেন এই তরুণেরা। কাছারিবাজার, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
ঈদের পরদিন ঘুরতে এসে সড়কের পাশে খেলনা দেখছে এক শিশু। সুরভি উদ্যান, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
বিজু ফুল ভাসিয়ে আজ শুরু হয়েছে পাহাড়িদের বৈসাবি উৎসব। ভোরে ফুল ভাসাতে আসা চাকমা, তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীদের ভিড়ে শঙ্খ নদের তীর উৎসবমুখর হয়ে ওঠে। বান্দরবান, ১২ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা
৯ / ১১
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। বাংলা নববর্ষ পয়লা বৈশাখে গণেশপূজার মধ্য দিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন তাঁরা। নিলটুলী, ফরিদপুর, ১২ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ১১
খাদ্যের সন্ধানে নারিকেলগাছের লতাপাতার ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে একটি গিরগিটি। কুমিল্লা, ১২ এপ্রিল
ছবি: এম সাদেক
১১ / ১১
শিকারের অপেক্ষায় বিদ্যুতের তারে বসে আছে ল্যাঞ্জা লাটোরা পাখি। খুব দক্ষ শিকারি এ পাখি। নূরনগর, খুলনা শহর, ১১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন