একঝলক (৫সেপ্টেম্বর ২০২৪)

১ / ১৭
অঞ্চলভেদে পাখিটি কানাকুয়া, কুক্কা ও কুকো নামে পরিচিত। বীরগ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১৭
শুকনা তালপাতা ব্যবহারের জন্য সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক নারী ও শিশু। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৭
এখন পাকা তালের মৌসুম। নওগাঁ জেলা থেকে বিক্রির জন্য পাকা তাল আনা হয়েছে। সিটিস্ক্যান মার্কেট, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
বাইরে বৃষ্টি। তাই একটি বিপণিবিতানের সিঁড়িতে বসে কাজের অপেক্ষায় রয়েছেন এক দিনমজুর। বেতপট্টি, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
জমিতে রোপণের জন্য আমন ধানের চারা নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিক। রহমতের টেক, সাতকানিয়া, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
৬ / ১৭
ল্যাম্পপোস্টের ওপর বসে আছে শিকারি পাখি ভুবনচিল। বরমী, শ্রীপুর, গাজীপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৭ / ১৭
ঘেরে চাষ করা শসা বিক্রির জন্য চাষিরা আড়তে এনে জড়ো করেছেন। শসা ১৭ থেকে ২২ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়তে। শ্রীঘাট, বাগেরহাট, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
আড়ত থেকে করলা ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে সাজাচ্ছেন শ্রমিকেরা। শ্রীঘাট, বাগেরহাট, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
সপ্তাহের প্রতি বুধবারের হাটে নিজেদের বানানো নৌকা বিক্রি করতে আসেন কারিগরেরা। বাতাকান্দি, তিতাস, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৭
ধান সেদ্ধ করে শুকাতে দিচ্ছেন গৃহবধূ। কাজেম মাতুব্বরের ডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৭
তুলাখেতের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত এক নারী। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী ওড়না বুননের কাজে ব্যস্ত। বোদিপুর, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
বন্যার পানি কমে যাওয়ায় কোমরসমান পানিতে নেমে মাছ শিকারে ব্যস্ত এক মৎস্যশিকারি। বল্লভপুর, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ১৭
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ, তারপরও চলছে রিকশাটি। সুয়াগাজি, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ১৭
চা-বাগানের পুকুরে ফুটেছে লাল শাপলা ফুল। সবুজ চা-বাগানে লাল শাপলার এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
সবুজ চা-বাগানের ভেতরের পথ ধরে গরু নিয়ে যাচ্ছেন এক চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
সাগরে মাছ ধরতে যাবে বলে প্রস্তুত হচ্ছে ট্রলারটি। পুরোনো ফেরিঘাট, বাগেরহাট, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন