ভাঁটফুল হাতে শিশুরা। অনন্তবালা, শিবগঞ্জ, বগুড়া, ১৯ মার্চছবি: সোয়েল রানা
১১ / ২০
ঈদ সামনে রেখে ক্রেতারা কেনাকাটায় পোশাকের সঙ্গে নানা ধরনের গহনা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন। দক্ষিণ চকবাজার, বরিশাল, ১৯ মার্চছবি: সাইয়ান
১২ / ২০
দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, রাঙ্গাবালী, ভোলাসহ বিভিন্ন এলাকা থেকে নদী পথে তরমুজ আসছে। সেসব তরমুজ বিক্রির জন্য বিক্রেতারা কীর্তনখোলা নদীর তীরে রেখেছেন। এই তরমুজ সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়। বালুর ঘাট, বরিশাল, ১৯ মার্চছবি: সাইয়ান
১৩ / ২০
জেলায় প্রায় চার হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়, যার তিন হাজার হেক্টরের জমিতে বেশি লিচু আবাদ হয় ঈশ্বরদী উপজেলায়। জেলায় ৪ হাজার ৪৭৮টি লিচুবাগানের ৩ হাজার ১৭৫টিই ঈশ্বরদীতে। কিন্তু এসব বাগানে চলতি বছর মুকুলের পরিবর্তে কচি পাতায় ভরে গেছে লিচুগাছ। ৮০ ভাগ গাছই মুকুলশূন্য। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ১৯ মার্চছবি: হাসান মাহমুদ
সিলেটের সবচেয়ে বড় নদী সুরমা, দিনে দিনে হারাচ্ছে এর আপন গতি। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীটি এখন বেহাল, শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে জাগছে চর। কাজিরবাজার, সিলেট, ১৯ মার্চছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
মায়ের সঙ্গে বাজারে ঈদের কেনাকাটা করতে আসা শিশুটি বেলুন পেয়েই খুশি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ মার্চছবি: সাজেদুল আলম
১৭ / ২০
কৃষকের ঘরে উঠছে মসুর ডাল। বাড়ির উঠানে পর্যায়ক্রমে অল্প অল্প করে বৈদ্যুতিক পাখা চালিয়ে ডাল ঝেড়ে নিচ্ছেন দুই গৃহবধূ। ডোমরাকান্দি, ফরিদপুর ১৮ মার্চছবি : আলীমুজ্জামান
১৮ / ২০
পদ্মা নদীর একপাশে পাবনা ও অন্যপাশে কুষ্টিয়া জেলা। পানি কমেছে পদ্মার শাখা নদীতে। হাঁটুসমান নদীর পানিতে গরু–বাছুর নিয়ে পারাপার হচ্ছেন চরাঞ্চলের কৃষক। ঘোষপুর পদ্মা ঘাট, পাবনা, ১৯ মার্চছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর সাড়ে পাঁচটার সময় আগুনে পুড়ে গেছে ৪৪টি দোকান। ঠিক ঈদের আগে এমন ঘটনায় ভেঙে পড়তে দেখা যায় অনেক দোকানিকে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানে হতাশ এক ব্যবসায়ী বসে আছেন। পিকচার প্যালেস, খুলনা, ১৯ মার্চছবি: সাদ্দাম হোসেন