একঝলক (১৯ মার্চ ২০২৫)

১ / ২০
গাছের ডালে জোড়া পাখি খুনসুটিতে মশগুল। কাটাছড়ি পাহাড়, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
গরমে খালের পানিতে গা জুড়াচ্ছে মহিষটি। তার পিঠের ওপর দাঁড়িয়ে আছে একটি বক। কাউয়াদীঘি হাওরপাড়, মৌলভীবাজার, ১৯ মার্চ
ছবি: আকমল হোসেন
৩ / ২০
নিজের খেতে লাগানো লাউগাছের পরিচর্যা করছেন এক ব্যক্তি। চেলছড়া, কাউখালী, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
নতুন ফসলের জন্য জমি চাষের সময় মাটির নিচে থাকা আলু বের হয়ে আসছে। তা খুঁজে খুঁজে সংগ্রহ করছে নানা বয়সের মানুষ। শুকানচকি, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
বাড়ির সামনে খেলায় মেতেছে শিশুটি। নেকিরহাট, তারাগঞ্জ, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
পাইকারি বাজার থেকে পেঁয়াজ কেনার পর ফুটপাতে বসে তা বাছাই করছেন খুচরা বিক্রেতা। তোপখানা, সিলেট, ১৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৭ / ২০
চৈত্রের তপ্ত সকালে পানি পানের জন্য পানির কলের ওপর উড়ে এসে বসেছে কবুতর। রেলস্টেশন, সিলেট, ১৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
সৌন্দর্য ছড়াচ্ছে জবা ফুল। রাজবন বিহার, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
গাছ ঠোকরাচ্ছে এক কাঠঠোকরা পাখি। মহাস্থানগড়, বগুড়া, ১৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ২০
ভাঁটফুল হাতে শিশুরা। অনন্তবালা, শিবগঞ্জ, বগুড়া, ১৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ২০
ঈদ সামনে রেখে ক্রেতারা কেনাকাটায় পোশাকের সঙ্গে নানা ধরনের গহনা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন। দক্ষিণ চকবাজার, বরিশাল, ১৯ মার্চ
ছবি: সাইয়ান
১২ / ২০
দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, রাঙ্গাবালী, ভোলাসহ বিভিন্ন এলাকা থেকে নদী পথে তরমুজ আসছে। সেসব তরমুজ বিক্রির জন্য বিক্রেতারা কীর্তনখোলা নদীর তীরে রেখেছেন। এই তরমুজ সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়। বালুর ঘাট, বরিশাল, ১৯ মার্চ
ছবি: সাইয়ান
১৩ / ২০
জেলায় প্রায় চার হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়, যার তিন হাজার হেক্টরের জমিতে বেশি লিচু আবাদ হয় ঈশ্বরদী উপজেলায়। জেলায় ৪ হাজার ৪৭৮টি লিচুবাগানের ৩ হাজার ১৭৫টিই ঈশ্বরদীতে। কিন্তু এসব বাগানে চলতি বছর মুকুলের পরিবর্তে কচি পাতায় ভরে গেছে লিচুগাছ। ৮০ ভাগ গাছই মুকুলশূন্য। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ১৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
গরমে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে কুকুরটি। হিমাইতপুর, পাবনা, ১৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
সিলেটের সবচেয়ে বড় নদী সুরমা, দিনে দিনে হারাচ্ছে এর আপন গতি। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীটি এখন বেহাল, শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে জাগছে চর। কাজিরবাজার, সিলেট, ১৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
মায়ের সঙ্গে বাজারে ঈদের কেনাকাটা করতে আসা শিশুটি বেলুন পেয়েই খুশি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ মার্চ
ছবি: সাজেদুল আলম
১৭ / ২০
কৃষকের ঘরে উঠছে মসুর ডাল। বাড়ির উঠানে পর্যায়ক্রমে অল্প অল্প করে বৈদ্যুতিক পাখা চালিয়ে ডাল ঝেড়ে নিচ্ছেন দুই গৃহবধূ। ডোমরাকান্দি, ফরিদপুর ১৮ মার্চ
ছবি : আলীমুজ্জামান
১৮ / ২০
পদ্মা নদীর একপাশে পাবনা ও অন্যপাশে কুষ্টিয়া জেলা। পানি কমেছে পদ্মার শাখা নদীতে। হাঁটুসমান নদীর পানিতে গরু–বাছুর নিয়ে পারাপার হচ্ছেন চরাঞ্চলের কৃষক। ঘোষপুর পদ্মা ঘাট, পাবনা, ১৯ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর সাড়ে পাঁচটার সময় আগুনে পুড়ে গেছে ৪৪টি দোকান। ঠিক ঈদের আগে এমন ঘটনায় ভেঙে পড়তে দেখা যায় অনেক দোকানিকে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানে হতাশ এক ব্যবসায়ী বসে আছেন। পিকচার প্যালেস, খুলনা, ১৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
ভ্যান থেকে পাকা বেল বাছাই করছেন ক্রেতারা। ইফতারিতে বেলের শরবত অনেকের পছন্দ। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ১৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন