শহরের ভেতর পরিত্যক্ত জায়গায় চাষ করা হয়েছে শর্ষে। সেই গাছ থেকে অপরিপক্ব ফল ছিঁড়ে খেতে ব্যস্ত একটি চড়ুই পাখি। সোবহানীঘাট, সিলেট, ৫ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
ময়লা-আবর্জনায় জমে সিলেটের ‘মুগনীছড়া’ খালের বেহাল দশা। প্রাকৃতিক এই খাল যথাযথ সময়ে পরিষ্কার না করার ফলে ময়লা জমে সেটির নাব্যতা কমে গেছে। যে কারণে বৃষ্টি হলেই খালের পানি উপচে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যতরপুর, সিলেট, ৫ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। দেশজুড়ে গণগ্রন্থাগারগুলোয় এখন বইপ্রেমী মানুষের ভিড় আর দেখতে পাওয়া যায় না। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রংপুর, ৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৭ / ১৬
সিলেট নগরের সোবহানী ঘাট এলাকার ঢাকনাবিহীন নর্দমার পাশ দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে নর্দমা উন্মুক্ত অবস্থায় থাকায় এখানে প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা। সোবহানীঘাট, সিলেট, ৫ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে হাঁড়িভরা খেজুরের রস বিক্রির জন্য বেরিয়েছেন শাহজাহান আলী; যদিও কাঁচা রস খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সুজাবাদ দহপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৫ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৯ / ১৬
মাঘেই ফুটেছে আমের মুকুল। সেই মুকুল ঘিরে জমেছে শিশির। ডোগলা, শাজাহানপুর, বগুড়া, ৫ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১০ / ১৬
রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রলপাম্পে ধর্মঘট চলছে। রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কুমারপাড়া, রাজশাহী, ৫ জানুয়ারিছবি: শফিকুল ইসলাম
১১ / ১৬
বিলম্বে আবাদ করা গাছে লাউ ধরেছে। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা। ৫ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১৬
স্থানীয় লোকজনের কাছ থেকে পাহাড়ের ফুলঝাড়ু সংগ্রহ করার পর সেগুলো আঁটি বেঁধে ট্রাকে তুলছেন পাইকারি ব্যাপারীরা। মধ্যম পাড়া, বান্দরবান, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিছবি: মংহাইসিং মারমা
১৩ / ১৬
সন্ধ্যা নদীর তীরে বানানো সিমেন্টের ব্লক জাহাজে তুলছেন শ্রমিকেরা। এসব ব্লক নদীর পাড় ভাঙন রোধে ব্যবহার করা হবে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বাবুগঞ্জ, বরিশাল, ৫ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১৪ / ১৬
মেটশ বা টক ফল। একসময় বাণিজ্যিকভাবে চাষ হলেও এখন দেখা যায় না সচরাচর। এই মেটশ ফল ও পাতা দুটোই খাওয়া যায় ভর্তা বা ঝোল হিসেবে। ফায়ারিং স্পট, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৫ / ১৬
ঋতুরাজ বসন্তের বার্তা জানিয়ে ফুটতে শুরু করেছে শিমুল ফুল। কোটবাড়ী, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিছবি: এম সাদেক