কৃষকের কাছ থেকে ধানের খড় কিনে তা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন খড় ব্যবসায়ী। দয়ালসারা, শেরপুর, বগুড়া, ২৪ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৪ / ১৪
মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে উদ্ধার হওয়া সাতমরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় স্বজনদের আহাজারি। সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর, ২৪ ডিসেম্বর ছবি: আলম পলাশ
পুরোনো মোটা কাগজ গলিয়ে নতুন কাগজের শিট তৈরি হয়েছে। ভেজা কাগজ রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। এ কাগজের শিট দিয়ে জুতার বাক্স, মিষ্টির বাক্স ইত্যাদি তৈরি হবে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
পোকা ধরে বিলের পাশে পোঁতা বাঁশের ওপর বসে সেটি খাচ্ছে পাখিটি। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
ধানখেত রক্ষার জন্য ওপরে দিয়ে রাখা জালে আটকে পড়া একটি পাখি ঝুলে আছে। পশু–পাখির বিচরণ ঠেকাতে ফাঁদ তৈরি করে ফসল রক্ষার চেষ্টা হলেও অনেক সময় সেখানে আটকে প্রাণ হারাতে হয় প্রাণীদের। তংচংগ্যা পাড়া, রাঙামাটি, ২৪ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
আগামীকাল বুধবার খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গির্জায় ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে। ক্যাথিড্রাল ধর্মপল্লি, সদর রোড, বরিশাল নগর, ২৪ ডিসেম্বরছবি: সাইয়ান
১০ / ১৪
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন চলাচলের উদ্বোধন। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৪ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৪
যানবাহনের নিবন্ধন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। হেলমেটবিহীন চলাচলসহ অন্যান্য বেআইনি কাজগুলোও খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে দেওয়া হচ্ছে মামলা। ট্রাফিক মোড়, পাবনা, ২৪ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১২ / ১৪
পদ্মা নদীর পাড়ে ধলার মোড়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। এখন চলছে সেই উৎসবের প্রস্তুতি। ঘুড়ির লাটাইতে সুতা প্যাঁচানোসহ নানা কাজে ব্যস্ত আয়োজকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২৪ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১৩ / ১৪
বেড়েছে পাটজাত পণ্যের চাহিদা। একই সঙ্গে বেড়েছে পাটের বেচাবিক্রিও। দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। ঢাকায় একটি কারখানায় পাট পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকেরা। বাবুখাঁ, রংপুর, ২৪ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৪
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে কুমির। ডাঙায় তুলে আনা হলে সেটি দেখতে ভিড় করে মানুষ। চারুলিয়া, মিরপুর, কুষ্টিয়া, ২৪ ডিসেম্বরছবি: তৌহিদী হাসান