জাহানারা বেগম নির্মাণাধীন ভবন থেকে সিমেন্টের বস্তা সংগ্রহ করে ধুয়েমুছে রোদে শুকাতে দিচ্ছেন। বস্তা দিয়ে বাজারের ব্যাগ তৈরি করবেন। পাইকারি ৬ থেকে ৭ টাকা দরে বাজারে বিক্রি করেন। জগ্ননাথপুর এলাকা, কুমিল্লা, ২৮ জানুয়ারিছবি: এম সাদেক
৭ / ১৯
মাটির তৈজসপত্রসহ নানা ধরনের খেলনা ও বিভিন্ন পণ্য বিক্রি করে সারা বছরে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বিক্রির জন্য মাটির ব্যাংক তৈরি করছেন নির্মল পাল। ভাজনডাঙ্গা পালপাড়া এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর ২৭ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
বোরো ধান চাষের জমি প্রস্তুত করছেন তিন কৃষক। গরু না থাকায় নিজেরাই মই টানছেন তাঁরা। টিক্কারচর এলাকা, কুমিল্লা, ২৮ জানুয়ারিছবি: এম সাদেক
১০ / ১৯
কুমারের বাড়ি থেকে বেছে বেছে মাটির পাতিল আলাদা করে রাখছেন দুই পাইকারি ব্যবসায়ী। পালপাড়া, রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
তীব্র শীতের সঙ্গে আছে ঘন কুয়াশা। এর মধ্যেও কলের লাঙল দিয়ে চাষ করে বোরো ধানের জমি প্রস্তুত করতে ব্যস্ত কৃষক। বলরামপুর এলাকা, রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
তাপমাত্রা কমে যাওয়ায় বিদ্যালয়ে আবারও ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই খুদে শিক্ষার্থীরা তা জানত না। বিদ্যালয়ে এসে জানার পর বাড়ি ফিরছে। রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে তিন শিশুকে নিয়ে গন্তব্যের উদ্দেশে এক ব্যক্তি। এক হাতে মুঠোফোনে কথা বলছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। রাজেন্দ্রপুর, রংপুর, ২৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
পদ্মা নদীর পাড়ের খেত থেকে মরিচ তুলছেন পাঁচ নারী। চর বরাট, ছোটভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
১৫ / ১৯
একসময়ের খরস্রোতা পদ্মা নদীতে এখন তেমন স্রোতই দেখা যায় না। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
১৬ / ১৯
দুই পাশে শর্ষেখেত। মাঝে জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষক। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৮ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন