ফুলে বসেছে প্রজাপতি। আখড়া বাজার, কিশোরগঞ্জ,
২ মেছবি: তাফসিলুল আজিজ
২ / ৯
কয়েক পশলা বৃষ্টিতে পাহাড়ি ছড়া প্রাণ ফিরে পেয়েছে। ছড়ার ছোট গর্ত থেকে পানি সংগ্রহ করছেন একজন নারী। ছোট পাগলিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২ মেছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
ধান কেটে শুকানোর পর আঁটি বেঁধে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি তরুণ। সাপছড়ি, রাঙামাটি, ২ মেছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৯
আর কয়েক দিন পরই মানিকগঞ্জে বোরো ধান কাটা শুরু হবে। এ সময়ে কাস্তের চাহিদা বেড়ে যায়। ফুটপাতে বসে কাস্তে বিক্রি করছেন এক ব্যক্তি। বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ, ২ মেছবি: আবদুল মোমিন
৫ / ৯
ধান কেটে মহিষের গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। চণ্ডীভোগ, তাড়াশ, সিরাজগঞ্জ, ২ মেছবি: সাজেদুল আলম
৬ / ৯
মে দিবস উপলক্ষে স্থানীয় চা–শ্রমিক পরিবারের দেড় শতাধিক শিশুশিক্ষার্থীকে খাওয়ানোর আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক সারোয়ার হোসেন। রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার, ১ মেছবি: প্রথম আলো
৭ / ৯
নিজের গাছের কাঁচা আম প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি করছেন কৃষক আলী আশরাফ। মলয় বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২ মেছবি: আবদুর রহমান ঢালী
৮ / ৯
জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে মঞ্চস্থ হয় মঞ্চনাটক ‘আফাল’। জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ, ১ মেছবি: প্রথম আলো
৯ / ৯
আড়িয়ালখাঁ নদের একটি অংশের দুই পাশ চর পড়ে সরু হয়ে গেছে। সেই অংশ দিয়ে এক জেলে নৌকায় মাছ নিয়ে বাড়ি ফিরছেন। নোমোরহাট, বাবুগঞ্জ, বরিশাল, ২ মেছবি: সাইয়ান