একঝলক (৮ জানুয়ারি ২০২৪)

১ / ২৬
নির্বাচন শেষ হলেও নাশকতার শিকার হওয়ার আতঙ্ক কমেনি রেলের যাত্রীদের মধ্যে। শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে রাজশাহীর ট্রেনে উঠে জানালা বন্ধ করতে ব্যস্ত ইজাজ আহমেদ। তাঁর মতো অনেককেই যাত্রার সময় এখন ট্রেনের জানালা বন্ধ করে রাখতে দেখা যায়। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন মারা যান। কমলাপুর রেলস্টেশন, ৮ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ২৬
রংপুরে সূর্যের দেখা নেই সকাল থেকে। শীতে জবুথবু মানুষ। তবুও যে যার কাজে ছুটছেন। ছবিটি রংপুর সদর উপজেলার চানকুঠি এলাকা থেকে তোলা। ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৬
নির্বাচনের এক দিন না পেরোতেই পোস্টার ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তায়। এতে পথে চলতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যানবাহনের চালকদের। ফকিরাপুল সড়ক, ৮ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৪ / ২৬
মাটির তৈরি খেলনা চুল্লিতে পোড়ানোর জন্য নিচ্ছেন এই কুমার। পোড়ানো শেষে রং করে প্রতিটি ১০ টাকা করে বিক্রি করবেন তিনি। রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর এলাকা। ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৬
‘একতরফা’ দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেন। জাতীয় প্রেসক্লাব, ৮ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২৬
রংপুরে দিনভর সূর্যের দেখা নেই। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে কাতর তিন তরুণ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। মমিনপুর এলাকা, রংপুর সদর উপজেলা। ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৬
বাংলাদেশে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ, সুষ্ঠু ও নিরাপদ’ বলে আখ্যায়িত করেছেন সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদেশি পর্যবেক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ৮ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২৬
সকালে বাগান থেকে চন্দ্রমল্লিকা ফুল তুলছেন ফুলচাষি আনিসুল হক। প্রতিটি পাইকারি বিক্রি করছেন ৫ টাকায়। ছবিটি রংপুর সদর উপজেলার চকইসবপুর এলাকা থেকে তোলা। ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৬
সম্প্রতি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন মারা যান। কমলাপুর রেলস্টেশনে পোড়া বগিতে দেহাবশেষ খুঁজছেন ডোম ও রেল পুলিশের এক সদস্য। কমলাপুর, ৮ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১০ / ২৬
নির্বাচন শেষ হতেই ঝোলানো পোস্টারগুলো খুলে নিচ্ছে এক রিকশাচালক। তিনি এসব পোস্টার ভাঁজ করে বিক্রি করবেন। জিইসি মোড়, চট্টগ্রাম, ৮ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
১১ / ২৬
বায়না মেটাতে শীতের সকালে ছেলেমেয়েকে সাইকেলে চড়াচ্ছেন বাবা নুর আলম। রামনাথপুর, রংপুর, ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৬
জুমখেত থেকে তুলা সংগ্রহ করছেন এক জুমচাষি। তুলা ১২০ টাকা কেজি বিক্রি হয়। কিনে নিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বোধিপুর গ্রাম এলাকা, রাঙামাটি, ৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৬
শীতের সকালে ছাগলছানা কোলে নিয়ে রোদে হাঁটতে বেরিয়েছে দুই শিশু। হাড়িখালী, তেরখাদা, খুলনা, ৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৬
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইনে নাশকতার চেষ্টা করছে দুর্বৃত্তরা। নাশকতা ঠেকাতে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে দিন-রাত টহল দিচ্ছেন আনসার সদস্যরা। মোমিনখলা এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৬
ঘেরের পাশের খেতে লাউ চাষ করেছেন আকবর হোসেন। খেত থেকে লাউ তুলে ফিরছেন তিনি। আজগড়া, তেরখাদা, খুলনা, ৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৬
শীতের কুয়াশামাখা সকালে দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জানুয়ারি
ছবি: আবদুর রহমান
১৭ / ২৬
ভ্যানে করে ফুলের চারা বিক্রি করছেন আবদুল সোবহান। ভিক্টোরিয়া কলেজের সামনের সড়ক, কুমিল্লা, ৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৮ / ২৬
ঘোড়াটানা গাড়িতে ইট বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যে। পদ্মার মোড়, গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৯ / ২৬
শীতের সকালে কুয়াশায় ছেয়ে আছে চারপাশ। এর মধ্যে কাজ করতে খেতে যাচ্ছেন এক কৃষক। খারুয়াবাঁধা এলাকা, রংপুর, ৮জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৬
বাবা কৃষিজমিতে কাজ করছিলেন। তাঁর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে ছেলে। পরে ছেলেকে সঙ্গে নিয়ে খেতের পাশে বসে খাবার খান বাবা। চানকুঠি এলাকা, রংপুর, ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৬
চরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি, মালামাল নিতে শহরে যাচ্ছে এক গাড়োয়ান। চর টেপুরাকান্দি এলাকা, ডিগ্রীচর, ফরিদপুর, ৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৬
পদ্মার পানি শুকিয়ে জেগে উঠেছে চর। সেই চরের মাটিতে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন বাদাম চাষে। তেমনি কৃষক বারেক শেখ বাদামবীজ ছিটাচ্ছেন। চর টেপুরাকান্দি, ডিগ্রীচর, ফরিদপুর, ৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৬
নির্বাচন শেষ হওয়ার এক দিনের মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণ করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কয়েকজন শ্রমিক এ কাজে করছেন। উত্তর কালিন্দীপুর এলাকা, রাঙামাটি, ৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২৪ / ২৬
জ্বালানি হিসেবে রান্নার জন্য গাছের ঝরে পড়া পাতা বাড়ির পাশে শুকাতে দিচ্ছেন গৃহবধূ কমলা বেগম। মুন্সী ডাঙ্গী এলাকা, ডিগ্রীচর, ফরিদপুর ৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৬
চোখজুড়ানো হলুদ শর্ষে ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। নাজিরপুর, পাবনা, ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৬ / ২৬
কোকিল সচরাচর মাটিতে নামে না। কিন্তু খাবারের সন্ধানে পাতার আড়াল থেকে মাটিতে নেমেছে এই স্ত্রী কোকিলটি। দাপুনিয়া, পাবনা, ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ