খেত থেকে বরবটি তুলছেন এক কৃষক। কাজী নূরুইল গ্রাম, বগুড়া, ২২ নভেম্বরছবি: সোয়েল রানা
২ / ২৫
হেমন্তেও হালকা শীত পড়ছে। লেপ-তোশক কিনে রিকশায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২২ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
হেমন্তের সকালে হালকা কুয়াশা পড়েছে। সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। খটখটিয়া এলাকা, রংপুর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৪ / ২৫
খেতের পাশে ধান সেদ্ধ ও শুকানোর কাজে ব্যস্ত এক কৃষক। ফকিরগঞ্জ এলাকা, রংপুর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ২৫
বাঁশের তৈরি মুরগির খাঁচা হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। ইসলামবাগ এলাকা, রংপুর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ২৫
খেত থেকে তোলা সতেজ ধনেপাতা সাজিয়ে রাখছেন দুই ব্যক্তি। মোহসীন চেয়ারম্যানের মোড় বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ নভেম্বরছবি: প্রথম আলো
৭ / ২৫
ধান থেকে ময়লা ঝাড়ছেন এক কিষানি। চালিতাবাড়ী এলাকা, বগুড়া, ২২ নভেম্বরছবি: সোয়েল রানা
৮ / ২৫
বিল থেকে ধরা নানা জাতের মাছ বিক্রির জন্য সাজিয়ে বসেছেন জেলেরা। যশপাড়া বাজার, বগুড়া, ২২ নভেম্বরছবি: সোয়েল রানা
৯ / ২৫
অবরোধে গাড়ি চলাচল কম। এই অবসরে বাস মেরামতের কাজ বেড়েছে। তেমনই একটি বাসে রং করায় ব্যস্ত একজন মিস্ত্রি। বাবুখাঁ এলাকা, রংপুর নগর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ২৫
নারী উদ্যোক্তাদের একটি সংগঠন আয়োজিত মাসব্যাপী কুটির শিল্প মেলার একটি স্টলে পণ্য দেখছেন ক্রেতা। সিটি করপোরেশনের গ্রিন প্লাজা, রাজশাহী, ২২ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দাদের চলাচলের অন্যতম বাহন বাঁশের ভেলা। দুজনের বেশি পারাপার হওয়া যায় না বলে এ ভেলায় চলাচলে ঝুঁকি থেকে যায়। কাপ্তাই হ্রদের মাঝ দ্বীপের বাসিন্দাদের প্রতিদিন এভাবেই চলাচল করতে হয়। ২২ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৫
নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। সে লক্ষ্যে বই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, কুমিল্লা ২২ নভেম্বরছবি: এম সাদেক
জাহাজভাঙা কারখানা থেকে সংগ্রহ করা পুরোনো বিয়ারিং পরিষ্কার করার কাজে ব্যস্ত এক ব্যক্তি। পাহাড়তলী সিডিএ মার্কেট, চট্টগ্রাম ২২ নভেম্বরছবি: জুয়েল শীল
২২ / ২৫
শীতের সময় পুরোনো কাপড় বা গাইড কাপড়ের ব্যবসা কয়েক গুণ বেড়ে যায়। তবে দেশজুড়ে চলা অবরোধ আর এখনো তেমন শীত না পড়ায় এই বছর বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দিনের বেশির ভাগ সময় কাটছে অলস বসে। খাতুনগঞ্জ এলাকা, চট্টগ্রাম ২২ নভেম্বরছবি: সৌরভ দাশ
২৩ / ২৫
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে এখনই প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা, শ্যামলী, ঢাকা, ২২ নভেম্বরছবি: আশরাফুল আলম
২৪ / ২৫
ভর্তুকি মূল্যে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। শহীদ বুদ্ধিজীবী সড়ক, মিরপুর, ঢাকা ২২ নভেম্বরছবি: আশরাফুল আলম
২৫ / ২৫
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেন দুর্বৃত্তরা। এ কারণে বাড়ির সীমানাপ্রাচীর আরও উঁচু করার কাজ চলছে। কাকরাইল, ঢাকা, ২২ নভেম্বরছবি: সাজিদ হোসেন