১ / ২১
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা। জালে ধরা পড়েছে কাঁচকি, চাপিলাসহ বিভিন্ন প্রজাতির মাছ। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
ধান-চাল সংরক্ষণে বাঁশের ঝাঁপির (টুকরি) চাহিদা রয়েছে। গোলাম হোসেন নিজ বাড়িতে বাঁশ দিয়ে ঝাঁপি তৈরি করে তা বিক্রি করেন। নৌকা থেকে নামিয়ে পাইকারি দোকানে বিক্রির জন্য ঝাঁপিগুলো নিয়ে যাচ্ছেন। চাঁদনীঘাট, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
ভ্যাপসা গরম আর প্রচণ্ড রোদে হাঁসফাঁস অবস্থা। হাঁপিয়ে ওঠা এক রিকশাচালক পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন। কিনব্রিজ, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
নগরের ফুটপাতে ঝাঁপিতে করে লেবু বিক্রি করতে বসেছেন বিক্রেতা। এক হালি লেবু ২০ টাকা দরে বিক্রি করছেন তিনি। সুরমা পয়েন্ট, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
যানজট কমাতে নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সড়কের মাঝে বিভাজন বসিয়েছে। কান্দির পাড়, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৬ / ২১
কৃষক আবু সাঈদ পানিতে কাঁচা পাট জাগ দেওয়া শেষে আঁশ তুলছেন। ঢলবাড়িয়া, তালা, সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
ঘর–গৃহস্থালির নানা প্লাস্টিকের তৈরি তৈজসপত্র বিক্রির জন্য সাইকেলে গ্রামের পথে ছুটছেন এই ফেরিওয়ালা। শেখপাড়া, রংপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
দিগন্তজুড়ে সবুজ ধানখেত। সেই ধানখেতের আলপথ ধরে গবাদিপশুর জন্য সংগ্রহ ঘাস-লতাপাতা সাইকেলে নিয়ে ফিরছে এক কিশোর। বুড়াইল, রংপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেলে দুজন খুলনা যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা থেকে খুলনাগামী বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনায় মারা যান বেল্লাল ও শরিফুল। হোগলাডাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় দিয়ে খেত থেকে মুলাশাক তুলছেন নাসিমা আক্তার। আদর্শ দুর্গাপুর, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১১ / ২১
আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা নারী-পুরুষের ভিড়। দিনভর অপেক্ষা করেও অনেকে পাসপোর্ট না পেয়ে খালি হাতে ফিরে যান। পাসপোর্ট অফিস, নোয়াপাড়া, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১২ / ২১
বনানীতে আওয়ামী লীগের হামলার শিকার হওয়ার পরদিন সোমবার মহাখালীর ওয়্যারলেস এলাকায় পূর্বঘোষিত কর্মসূচিতে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আসেন। ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৩ / ২১
সামান্য বৃষ্টিতে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়কে পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। টেকনাফ, ১৯ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৪ / ২১
খামার থেকে আড়তে ডিম নিয়ে আসা হয়। এখানে আকৃতি ও গুণগত মানভেদে তা বাছাই করে আলাদা করা হয়। পাবনার অন্যতম বড় এ ডিমের আড়ত থেকে ট্রাকে করে ডিম পাঠানো হয় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে। টেবুনিয়া, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে তিন চাকার যানবাহন। মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এসব যানবাহন চলাচল থেমে নেই। ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, মালিগাছা, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দুই পাশে গড়ে উঠেছে দোকান। এতে চলাচলের স্থান সংকুচিত হয়ে যাওয়ায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। রেলওয়ে স্টেশন, ভৈরব, ১৯ সেপ্টেম্বর
ছবি: সুমন মোল্লা
১৭ / ২১
নৌকায় করে পদ্মা নদীতে রাতভর মাছ ধরেন জেলেরা। ভোরবেলায় পদ্মার পাড়ে নৌকা বেঁধে মাছ বিক্রি করতে শহরে গেছেন তাঁরা। চর টেপরা, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
আর কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। দুর্গতিনাশিনী মা দুর্গার প্রতিমা স্থাপনের জন্য মণ্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সাহাপাড়া, টানবাজার, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৯ / ২১
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএসের ট্রাক সেল থেকে চাল ও আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও আঙুলের ছাপ দিয়ে পণ্য নিতে হয় এই ট্রাক থেকে। মিরপুর রোড, আনসার ক্যাম্প, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: খালেদ সরকার
২০ / ২১
মায়ের কোলে খেলায় মেতেছে ডেঙ্গুতে আক্রান্ত ২ মাস ২৭ দিনের নুসরাত আক্তার। ছয় দিন ধরে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুটি। ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
২১ / ২১
রাজধানীর বংশাল সড়কে দীর্ঘদিন ধরে পয়োনালা সংস্কারের কাজ চলছে। ফলে দীর্ঘদিন ধরেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার