একঝলক (২৭ অক্টোবর ২০২৫)

১ / ১৫
ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে মারা যান আবুল কালাম। আজ সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরে তাঁকে দাফন করা হয়। উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে জানাজার আগে শিশুসন্তান কোলে তাঁর স্ত্রী আইরিন আক্তারের আহাজারি। ঈশ্বরকাঠি, শরীয়তপুর, ২৭ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
২ / ১৫
জবা ফুলে ডানা মেলেছে প্রজাপতি। নাইক্ষ্যংছড়ি হেডম্যানপাড়া, বান্দরবান, ২৭ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
৩ / ১৫
কাপ্তাই হ্রদে জেলের ফেলা জালে হরেক রকমের মাছ আটকেছে। লেমুছড়ি গ্রাম, রাঙামাটি, ২৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৫
যমুনার চরে সবুজের সমারোহ। সেখানে ধান ও মাষকালাইয়ের চাষ করেছেন চাষিরা। মাঝে পড়ে আছে একটি নৌকা। সারিয়াকান্দি, বগুড়া, ২৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
খাওয়ার জন্য কীটপতঙ্গ ধরেছে এক পাখি। কুঁড়িপাড়া চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ১৫
ট্রাকে করে পাইকারি বাজারে আনা হয়েছে মিষ্টিকুমড়া। সোবহানীঘাট, সিলেট, ২৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
গ্রামে বিলে কচুরিপানার ফাঁকে খাবার খুঁজছে ডাহুক। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৮ / ১৫
নৌকায় বসে সুরমা নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ২৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে গাছের নিচে আশ্রয় নিয়েছে এক শিশু। নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, ২৭ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
১০ / ১৫
শিশুসন্তানকে কোলে নিয়ে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছেন বাবা। কামারপাড়া, রংপুর, ২৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
গাছে ঝুলছে দেশীয় ফল চালতা। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৭ অক্টোবর
ছবি: আবদুর রহমান
১২ / ১৫
পাকা ধানের খেতে কঞ্চিতে বসে আছে এক জোড়া শালিক। গঙ্গাদাস, রংপুর, ২৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৫
গরু ঘাস খাওয়ার সময় পোকামাকড় উড়ে যায়। তখন পোকামাকড় ধরে খায় বক। বাদুরগাছা, ডুমুরিয়া, খুলনা, ২৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
মেঠো পথ ধরে স্কুলে যাচ্ছে শিশুরা। মুসলমানপাড়া, খুলনা, ২৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
নদে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। কুটিপাড়া, রংপুর, ২৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম