দুই দিন থেকে বৃষ্টি, খাল-বিল উপচে পানি এসেছে জমিতে। সেখানে মাছ ধরছেন এই ব্যক্তি। গঙ্গাদাস এলাকা, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
মাটির তৈরি টব শুকাতে দিচ্ছেন এই নারী। পালপাড়া এলাকা, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
ইটভাটার চুল্লিতে থাকা ইট বিক্রির জন্য বের করে আনছেন শ্রমিকেরা। মমিনপুর এলাকা, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
ধানখেতে আগাছা পরিষ্কার করছেন এই চাষি। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
গবাদিপশুর খাবারের জন্য বিল থেকে ঘাস কেটে ঠেলায় করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি জলকরকান্দি এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
৬ / ১৪
ছাগলগুলোকে খাবার খাওয়াতে খামার থেকে বাইরে নিয়ে যাচ্ছে এক কিশোর। শিববাড়ি এলাকা, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
মো. আব্দুল বারেক নিজের ৮ শতাংশ জমিতে চাষ করেছিলেন কচুর ছড়া। পাইকারিতে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায় টাকা বিক্রি হবে। মধ্যম বিজয়পুর গ্রাম, কুমিল্লা, ১১ আগস্টছবি: এম সাদেক
৮ / ১৪
সিলেটের প্রতিটি হাওর এখন পানিতে টইটম্বুর। হাওরের পানিতে জাল ফেলে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন। গত কয়েক দিনের তুলনায় সিলেট নগরে যান চলাচল বেড়েছে। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান দিয়ে শহরে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা সাম্প্রতিক আন্দোলনের নানা দিক ফুটিয়ে তুলছেন। কমলাপুর এলাকা, ফরিদপুর, ১১ আগস্টছবি: আলীমুজ্জামান
‘মায়ের ডাক’-এর ব্যানারে সমাবেশ করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা। এ সময় গুমের শিকার ব্যক্তিদের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে অনেকে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১১ আগস্টছবি : আশরাফুল আলম
১৪ / ১৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের সময় ভেঙে ফেলা হয় ভাস্কর্যগুলো। পলাশী, ঢাকা, ১১ আগস্টছবি: আশরাফুল আলম