একঝলক (৫ জুলাই ২০২৫)

১ / ২০
বৃষ্টির ছোঁয়ায় আনাচকানাচে জন্ম নেওয়া নিঃশব্দ জীবনের গল্প। নির্জনে ছায়ার মতো বেড়ে ওঠা ব্যাঙের ছাতা। বিসিক জেলা কার্যালয় প্রাঙ্গণ, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বিবির পুকুরপাড়, বরিশাল, ৫ জুলাই
ছবি: সাইয়ান
৩ / ২০
বর্ষায় চারপাশ পানিতে থইথই। চলছে মাছধরা। কটিয়াপুরি বিল, গৌরীপুর, ময়মনসিংহ, ৫ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ২০
সকালে বৃষ্টি শেষে মেঘ জমেছে পাহাড়চূড়ায়। ফুরমোন, রাঙামাটি, ৫ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
নৌকাভরা কাঁঠাল নিয়ে গ্রাম থেকে রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে। কাইন্দ্যামুখ, রাঙামাটি, ৫ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
মা মুরগির পেছনে ছানারা। টুটপাড়া, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
দুর্ভোগের আরেক নাম ধানগড়া বাসস্ট্যান্ড। প্রায় এক কিলোমিটার অংশজুড়ে এ অবস্থা। কাঠেরপুল সড়ক, হাটপাঙ্গাসী বাজার, সিরাজগঞ্জ, ৫ জুলাই
ছবি: সাজেদুল আলম
৮ / ২০
রাস্তার পাশে ভ্যানে শাপলা বিক্রি করছেন বিক্রেতা। বটতলা,বরিশাল, ৫ জুলাই
ছবি: সাইয়ান
৯ / ২০
ঢাকা থেকে নদীপথে মালবাহী জাহাজে এসেছে নানা রকমের বিস্কুট। শ্রমিক জাহাজ থেকে খালাস করে সেগুলো ভ্যানে তুলছেন। বালুঘাট, বরিশাল, ৫ জুলাই
ছবি: সাইয়ান
১০ / ২০
পেঁপেবাগানে পোকার ওষুধ ছিটাচ্ছেন চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদ। বড়গোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ৫ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২০
জমিতে কাজ করছেন পরিবারের সদস্যরা। তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন গৃহিণীরা। চানকুঠি, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
বীজতলা থেকে ধানের চারা তুলছেন চাষিরা। জানপুর, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
সনাতন ধর্মাবলম্বীদের ফিরতি রথযাত্রা। গোয়ালচামট, ফরিদপুর, ৫ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২০
থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাড়ির আঙিনায় ফোটা ফুলের পাপড়িতে জমেছে জলকণা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৫ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৫ / ২০
দল বেঁধে রাস্তা পার হচ্ছে অনেকগুলো হাঁস। কর্শাকড়িয়াইল, কিশোরগঞ্জ, ৫ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২০
বর্ষায় জলাশয় এখন পানিতে টইটম্বুর। নতুন পানিতে ফুটে আছে রঙিন শাপলা। মুদাফ্ফরগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ৫ জুলাই
ছবি: আবদুর রহমান
১৭ / ২০
বিভিন্ন কাজে ব্যবহৃত হয় প্লাস্টিকের ড্রাম। পাড়া–মহল্লায় হেঁটে ড্রাম বিক্রি করতে বের হয়েছেন এক ব্যবসায়ী। শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর, রাজশাহী, ৫ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
১৮ / ২০
বর্ষা মৌসুমে কাজ কমে যায়। কাজ পাওয়ার অপেক্ষায় কয়েকজন দিনমজুর। শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর, রাজশাহী, ৫ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২০
প্রখর রোদে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছেন এক নির্মাণশ্রমিক। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২০
আগামীকাল রোববার পবিত্র আশুরা। এ উপলক্ষে ৭ মহরম থেকে পালন করা হচ্ছে ভক্তি–দৌড়সহ নানা আনুষ্ঠানিকতা। গোয়ালখালী, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন