একঝলক (৯ জানুয়ারি ২০২৪)

১ / ২২
জাল বুনে শিকারের অপেক্ষায় মাকড়সা। ছয়ঘরিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ধান মাড়াই করার এই যন্ত্রকে খুলনার আঞ্চলিক ভাষায় বলা হয় ‘ফুক্কো কল’। এতে প্রতি বিঘা জমির ধান মাড়াই করতে কৃষকের খরচ হয় ৭০০-৮০০ টাকা। ছয়ঘরিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২২
পাহাড়ি এলাকা থেকে বাঁশ এনে তা কাপ্তাই হ্রদে জড়ো করেছেন ব্যবসায়ীরা। পরে এই বাঁশ কার্গোর মাধ্যমে নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। জেটিঘাট এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
ভ্যানে করে বাড়ি বাড়ি ঘুরে সিদল এবং বিভিন্ন ধরনের শুঁটকি বিক্রি করেন রুবেল মিয়া। প্রতি কেজি সিদল বিক্রি হয় ৫০০ টাকা দরে। সালমানপুর এলাকা, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ২২
পাহাড়ি বন থেকে ছোট ছোট গাছ কেটে আনা হয়েছে কাপ্তাইয়ের নতুন বাজার পূর্বঘাটে। সেখান থেকে তা ইটের ভাটায় পোড়াতে নেওয়া হবে। নতুন বাজার পূর্বঘাট, কাপ্তাই, রাঙামাটি, ৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
হাওরে চলছে বোরো ধানের চারা রোপণ। হাওরপারের মানুষ এখন ব্যস্ত বোরো চাষে। বীজতলা থেকে মাথায় করে চারা নিয়ে যাচ্ছেন রোপণের জন্য। রানীগঞ্জ টলার হাওর, গোয়াইনঘাট, সিলেট, ৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ২২
নাশকতার কারণে রেলপথে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। সকালে রেলপথ তদারক করছেন এক রেলকর্মী। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
শীত আর ঘন কুয়াশার মধ্যে কৃষকেরা দলবেঁধে বোরো ধান রোপণ করছেন। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ২২
চারদিকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার মধ্যে খেতে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। মধ্যম বিজয়পুর গ্রাম, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ২২
ঘন কুয়াশার মধ্যে বাইসাইকেল চালিয়ে শহরে কাজের সন্ধানে যাচ্ছেন দুই শ্রমিক। আলালপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ২২
মাটি দিয়ে তৈরি দইয়ের কাপ পোড়ানোর পর তা সাজিয়ে রাখছেন মৃৎশিল্পের এই কারিগর। এই কাপ চলে যাবে বিভিন্ন জেলায়। প্রতিটি কাপ চার টাকা দরে পাইকারিতে বিক্রি করেন তিনি। রুদ্রপাল বিজয়পুর মৃৎশিল্পকেন্দ্র, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
১২ / ২২
শুকনা মৌসুমে নদ-নদীর পানি কমছে। স্রোতহীন নদে নৌকায় করে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। শিঙ্গাইর নদ, গোয়াইনঘাট এলাকা, সিলেট, ৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
তিস্তার চরে আলু তোলা শেষ। এখন সেই জমিতে বাদাম চাষ করছেন চাষিরা। নিজপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
বাড়ন্ত পেঁয়াজের খেতে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। সারা দিন এই কাজ করে প্রত্যেকে মজুরি পাবেন ৩০০ টাকা করে। ঘাঁষিড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৫ / ২২
শীতের সকালে নাতিকে পিঠে নিয়ে বাইরে বেরিয়েছেন এক নারী। বালাপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
কয়েক দিন আগে মাঠে জারবেরা ফুলের চারা রোপণ করেছেন কৃষক শফিকুল ইসলাম। গাছের পচন ঠেকাতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। ঘাঁষিড়া ডোগলাপাড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ২২
নানা রকমের ফুলের চারা বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। প্রতিটি চারা বিক্রি করছেন ৩০ থেকে ৪০ টাকায়। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
পাখপাখালি থেকে টমেটোখেত রক্ষা করতে জালের ছাউনি দিয়েছেন কৃষক। সেই জালে আটকা পড়েছে বুলবুলি পাখি। ঘাঁষিড়া ডোগলাপাড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৯ / ২২
ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহনের কাজ করেন আবু তালেব মণ্ডল। পড়ন্ত বিকেলে নাতিকে ঘোড়ায় চড়িয়ে বেড়াতে বের হয়েছেন তিনি। পদ্মাঘাট সড়ক, দোগাছি, পাবনা, ৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২০ / ২২
ফুলচাষি আকতার হোসেনের কাছ থেকে পূজার জন্য গাঁদা ফুল কিনছেন সনাতন ধর্মাবলম্বী এই নারী। বন্দরের দিঘলদী এলাকা, নারায়ণগঞ্জ, ৯ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২১ / ২২
মোকাম থেকে আনা ঝুট কাপড় বাছাইয়ের কাজ চলছে। এরপর আকার অনুযায়ী এসব কাপড় দিয়ে তৈরি হবে নানা ধরনের টি–শার্ট। এসব টি–শার্ট রপ্তানি হচ্ছে ভারতসহ বেশ কয়েকটি দেশে। দ্বীপচর, পাবনা, ৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২২ / ২২
পাবনার বিভিন্ন মাঠে এখন শোভা ছড়াচ্ছে শর্ষে ফুল। শর্ষেখেতের আইল ধরে গরু নিয়ে ফিরছেন এক নারী। দ্বীপচর, দোগাছি, পাবনা, ৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ