একঝলক (৫ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১৬
ফুটতে শুরু করেছে শিমুল ফুল। বার্তা জানান দিচ্ছে বসন্তের। ফুলে ফুলে মধু খেতে পাখির ওড়াউড়ি। কটকবাজার এলাকা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১৬
পরীক্ষামূলকভাবে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন জাতের সূর্যমুখী ফুলের। খেত পরিচর্যায় ব্যস্ত ইনস্টিটিউটের কর্মীরা। কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১৬
আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাই এ সময় ভুট্টাখেত নানা রোগবালাই থেকে বাঁচাতে ও গাছের পুষ্টি জোগাতে জমিতে নানা রকমের সার ছিটাচ্ছেন কৃষক। উত্তম বটতলা এলাকা, রংপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
সকালে সরঞ্জামাদি নিয়ে জমিতে কাজ করতে যাচ্ছেন কৃষক। শুকানচকি এলাকা, রংপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
মাটির তৈরি মাছ ধোঁয়ার পিশনি রোদে শুকাতে দিচ্ছেন পাল সম্প্রদায়ের এক নারী। বাড়ি থেকেই সেগুলো ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেন। কদিমপাড়া গ্রাম, বগুড়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
বোরোর জমিতে ধান রোপণের ফাঁকে সেখানেই বসে সকালের খাবার খাচ্ছেন দুই কৃষক। পাশের জমিতে মই দিচ্ছেন এক কৃষক। মধ্যক্যাতুলি গ্রাম, গাবতলী, বগুড়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ১৬
দা, কাচি, কুড়ালসহ বিভিন্ন জিনিস তৈরি করেন কামার গৌতম কুমার দাস। কাচি ২০০, কুড়াল প্রতি কেজি ৫০০ , দা প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা করে তৈরি করে বিক্রি করেন তিনি। বাঁশেরহাট, দিঘলিয়া, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন খেতে। ট্রাক্টর দিয়ে চাষের জমি প্রস্তুতের কাজ চলছে। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
শর্ষে ফুলে মধু আহরণে মৌমাছি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
মাটির গর্তে লম্বা ঠোঁট ঢুকিয়ে পোকামাকড় বের করে নিয়ে এসে বিশেষ ভঙ্গিমায় খায় হুদহুদ পাখি। মাথার ঝুঁটির কারণে এটি মোহনচূড়া নামেও পরিচিত। চর শিবরামপুর, পাবনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৬
দৌলতদিয়া টার্মিনাল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জায়গায় বসানো শতাধিক অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১২ / ১৬
শীতের মৌসুমে খেজুরের রস আহরণে ব্যস্ত থাকেন গাছিরা। রস আহরণের জন্য গাছে হাঁড়ি বাঁধছেন আকবর শেখ। বিষ্ণুপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর ৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
গোখাদ্য হিসেবে বহুল ব্যবহৃত খড় কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। গয়েশপুর, পাবনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
চা-বাগানে ফুটেছে চা-ফুল। সাদা ও হলুদরঙা চা-ফুলে বসেছে ভ্রমর। তারাপুর চা-বাগান, সিলেট, ৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
বন থেকে ঝাড়ুফুল সংগ্রহ করেছেন এই নারী। সেগুলো মাথায় করে নিয়ে বাড়ি ফেরার সময় গৃহপালিত গরুগুলোকে নিয়ে আসছেন। শূকর ছড়ি খামারপাড়া এলাকা, রাঙামাটি, ৫ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
রূপসা নদীর পাড়ে শিপইয়ার্ড সড়কের পাশে ব্যবসা গড়ে তোলা কাঠ ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কারণ, ওই জায়গা বিআইডব্লিউটিএর। অভিযানের সময় ব্যবসায়ীরা সড়কে গাছের টুকরা ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন ও বিক্ষোভ করেন। রূপসা পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকা, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো