পাইকারি সবজির মোকাম থেকে ঢাকাসহ সারা দেশে সবজি পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত শ্রমিক ও ব্যাপারীরা। বারীনগর, যশোর, ১৮ আগস্টছবি: মনিরুল ইসলাম
২ / ১৬
ঐতিহ্যবাহী রিকাবীবাজার মাছের হাটে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক চলছে। মিরকাদিম, মুন্সিগঞ্জ, ১৮ আগস্টছবি: প্রথম আলো
৩ / ১৬
সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ করেন সাঁওতাল-বাঙালিরা। সাপমারা ইউনিয়নের সাঁওতালপল্লি মাদারপুর ও জয়পুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কাটামোড় চত্বর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ১৮ আগস্টছবি: প্রথম আলো
৪ / ১৬
দ্রুতগতির হারভেস্টর মেশিনের সাহায্যে কাটা হচ্ছে আউশ ধান। মেশিনের সাহায্যে ধান কাটা, মাড়াইসহ সবকিছু একসঙ্গে হওয়ায় খরচ কম লাগে কৃষকের। উপজেলার আইটি পার্ক, লালমাই, কুমিল্লা, ১৮ আগস্টছবি: এম সাদেক
৫ / ১৬
পশ্চিমপাড় থেকে নৌকায় মাইনী নদী পার হয়ে পূর্ব পারের বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বাবুছড়া নুনছড়ি চৌধুরীপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৬ আগস্টছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৬
সকাল থেকে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। অসহনীয় গরমে ক্লান্ত হয়ে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। তোপখানা, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
গবাদিপশুকে খাওয়াতে ডাকাতিয়া বিল থেকে ঘাস কেটে নৌকায় বাড়ি ফিরছেন এক দম্পতি। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
বাসাবাড়িতে নিত্যদিন ঝাড়ুর ব্যবহার হয়। বাজারে রয়েছে নানা রকম ঝাড়ু। খুচরা বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে দোকানে। খোজারখলা, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
ঘেরের মাছের খাবার হিসেবে কুটি পানার কদর রয়েছে। ডাকাতিয়া বিলের পানিতে জন্ম নেওয়া কুটি পানা সংগ্রহ করছেন এক মাছচাষি। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন। নদীর পাড়ে সুবিধামতো জায়গায় আস্তানা গাড়ে বেদের বহর। একেক জায়গায় কিছুদিন থেকে পাড়ি জমায় অন্য কোনো নদীর পাড়ে। বানার নদের পাড়, বরামা, শ্রীপুর, গাজীপুর ১৮ আগস্টছবি: সাদিক মৃধা
১১ / ১৬
বরিশালের পাইকারি বাজার থেকে ব্যবসায়ীরা চাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে ট্রলারে করে নদীপথে বরিশালের আশপাশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান। পোর্ট রোড, বরিশাল নগর, ১৮ আগস্টছবি: সাইয়ান
১২ / ১৬
আমন ধান চাষের জন্য কৃষকেরা ইউরিয়া সার পেতে লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। সার কিনতে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বৃদ্ধ কৃষকেরা। বেলঘড়িয়া, কুসুম্বি, বগুড়া, ১৮ আগস্টছবি: সবুজ চৌধুরী
১৩ / ১৬
বৃক্ষমেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়। সিআরবি শিরীষ তলা, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: জুয়েল শীল
১৪ / ১৬
৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলমান রেখেছেন চা-শ্রমিকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
জুমের ফসল বিক্রির জন্য পসরা সাজিয়ে সড়কের পাশে বসেছেন জুমচাষি পাহাড়ি নারীরা। পাহাড়ে ভরপুর শাকসবজি ও হরেক রকমের ফুল–মূল। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১৮ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জে রেললাইন দখল করে গড়ে উঠেছে বাজার। প্রায়দিনই ট্রেনে কাটা পরে প্রাণ হারাচ্ছে বহু লোক, তারপরও সচেতন হচ্ছেন না বিক্রেতারা। দৌলতগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ১৮ আগস্টছবি: এম সাদেক