একঝলক (১৮ আগস্ট ২০২২)

১ / ১৬
পাইকারি সবজির মোকাম থেকে ঢাকাসহ সারা দেশে সবজি পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত শ্রমিক ও ব্যাপারীরা। বারীনগর, যশোর, ১৮ আগস্ট
ছবি: মনিরুল ইসলাম
২ / ১৬
ঐতিহ্যবাহী রিকাবীবাজার মাছের হাটে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক চলছে। মিরকাদিম, মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট
ছবি: প্রথম আলো
৩ / ১৬
সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ করেন সাঁওতাল-বাঙালিরা। সাপমারা ইউনিয়নের সাঁওতালপল্লি মাদারপুর ও জয়পুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কাটামোড় চত্বর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ১৮ আগস্ট
ছবি: প্রথম আলো
৪ / ১৬
দ্রুতগতির হারভেস্টর মেশিনের সাহায্যে কাটা হচ্ছে আউশ ধান। মেশিনের সাহায্যে ধান কাটা, মাড়াইসহ সবকিছু একসঙ্গে হওয়ায় খরচ কম লাগে কৃষকের। উপজেলার আইটি পার্ক, লালমাই, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: এম সাদেক
৫ / ১৬
পশ্চিমপাড় থেকে নৌকায় মাইনী নদী পার হয়ে পূর্ব পারের বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বাবুছড়া নুনছড়ি চৌধুরীপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৬ আগস্ট
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৬
সকাল থেকে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। অসহনীয় গরমে ক্লান্ত হয়ে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। তোপখানা, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
গবাদিপশুকে খাওয়াতে ডাকাতিয়া বিল থেকে ঘাস কেটে নৌকায় বাড়ি ফিরছেন এক দম্পতি। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
বাসাবাড়িতে নিত্যদিন ঝাড়ুর ব্যবহার হয়। বাজারে রয়েছে নানা রকম ঝাড়ু। খুচরা বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে দোকানে। খোজারখলা, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
ঘেরের মাছের খাবার হিসেবে কুটি পানার কদর রয়েছে। ডাকাতিয়া বিলের পানিতে জন্ম নেওয়া কুটি পানা সংগ্রহ করছেন এক মাছচাষি। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন। নদীর পাড়ে সুবিধামতো জায়গায় আস্তানা গাড়ে বেদের বহর। একেক জায়গায় কিছুদিন থেকে পাড়ি জমায় অন্য কোনো নদীর পাড়ে। বানার নদের পাড়, বরামা, শ্রীপুর, গাজীপুর ১৮ আগস্ট
ছবি: সাদিক মৃধা
১১ / ১৬
বরিশালের পাইকারি বাজার থেকে ব্যবসায়ীরা চাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে ট্রলারে করে নদীপথে বরিশালের আশপাশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান। পোর্ট রোড, বরিশাল নগর, ১৮ আগস্ট
ছবি: সাইয়ান
১২ / ১৬
আমন ধান চাষের জন্য কৃষকেরা ইউরিয়া সার পেতে লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। সার কিনতে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বৃদ্ধ কৃষকেরা। বেলঘড়িয়া, কুসুম্বি, বগুড়া, ১৮ আগস্ট
ছবি: সবুজ চৌধুরী
১৩ / ১৬
বৃক্ষমেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়। সিআরবি শিরীষ তলা, চট্টগ্রাম, ১৮ আগস্ট
ছবি: জুয়েল শীল
১৪ / ১৬
৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলমান রেখেছেন চা-শ্রমিকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
জুমের ফসল বিক্রির জন্য পসরা সাজিয়ে সড়কের পাশে বসেছেন জুমচাষি পাহাড়ি নারীরা। পাহাড়ে ভরপুর শাকসবজি ও হরেক রকমের ফুল–মূল। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১৮ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জে রেললাইন দখল করে গড়ে উঠেছে বাজার। প্রায়দিনই ট্রেনে কাটা পরে প্রাণ হারাচ্ছে বহু লোক, তারপরও সচেতন হচ্ছেন না বিক্রেতারা। দৌলতগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: এম সাদেক