একঝলক (২২ জানুয়ারি ২০২৪)

১ / ২৯
তীব্র শীত থেকে বাঁচতে নিজে একটি কম্বল গায়ে জড়িয়েছেন। সন্তানকেও আরেকটি কম্বলে জড়িয়ে বাইরে বেরিয়েছেন এই নারী। নাজিরদিগর এলাকা, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ২৯
গ্রামীণ মেঠো পথ ধরে সাইকেলে চেপে যাচ্ছেন গ্রাম পুলিশের এক সদস্য। মন্ডল ধরণ গ্রাম, বগুড়া, ২২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ২৯
পাখি শিকার নিষিদ্ধ হলেও অনেকেই তা মানছেন না। পাখি শিকার করতে কলাগাছের আড়ালে এয়ারগান তাক করেছেন এই তরুণ। আঠারোকোঠা এলাকা, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৯
সড়কের পাশে ফুটেছে বনফুল। সেই ফুলে প্রজাপতি। জামমুড়া এলাকা, কুমিল্লা, ২২ জানুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ২৯
তীব্র শীতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে জড়ো হয়েছেন দিনমজুরেরা। লাইব্রেরি বাজার, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ২৯
বেডে পেঁয়াজের বীজ বপন করা হয়ে গেছে। এখন মাটি সমান করতে মই দিচ্ছেন এক কৃষক। চকক্যাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ২২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ২৯
শীত ও হিমেল বাতাসে কাদাপানিতে নেমে কাজ করছেন চাষিরা। লক্ষণপাড়া এলাকা, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৯
শীতের মধ্যে অবৈধ কারেন্ট জাল দিয়ে দুই জেলে গোমতী নদী থেকে মাছ শিকার করছেন। শালধর এলাকা, কুমিল্লা, ২২ জানুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ২৯
শীতের সকালে প্লাস্টিকের ড্রাম কাঁধে চাপিয়ে বিক্রির জন্য বের হয়েছেন দুই ফেরিওয়ালা। বাস টার্মিনাল, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১০ / ২৯
সকালে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে স্কুল বন্ধ ঘোষণা করায় বাড়িতে ফিরে আসে তারা। মধ্যকাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ২২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ২৯
কীর্তনখোলায় ভাসছে মাছ ধরার একটি নৌকা। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ২২ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ২৯
ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সেই কুয়াশায় সুরমা নদীতে চলছে যাত্রী পারাপার। কালিঘাট, সিলেট, ২২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৯
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে—এমন ঘোষণা এসেছে রাতে। অনেকেই এ কথা জানতেন না। সকালে যথারীতি বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে কয়েকজন শিক্ষার্থী। অনন্ত মোড়, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৯
পাইকারি বাজারে ট্রাকে করে আনা হয়েছে নতুন আলু। আলুর বস্তা নামাচ্ছেন শ্রমিকেরা। কালিঘাট এলাকা, সিলেট, ২২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৯
স্বল্প মূল্যের চাল কিনতে শিশুসন্তানকে কোলে নিয়ে এসেছেন এক নারী। অনন্ত মোড়, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৯
মাঘের শীতে কাবু কাক। ঠান্ডায় জবুথবু কাকটি ডানা গুটিয়ে বসে আছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ২২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৯
শীত উপেক্ষা করে ঠেলাগাড়িতে চড়ে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। ঘাঘটপাড়া এলাকা, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৯
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন কৃষিশ্রমিকেরা। নাপিতের চর এলাকা, সাতকানিয়ার, চট্টগ্রাম
ছবি: মামুন মুহাম্মদ
১৯ / ২৯
কনকনে শীতের মধ্যে করাত নিয়ে গাছ কাটতে যাচ্ছেন এক শ্রমিক। মানজাই এলাকা, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৯
ঘন কুয়াশায় সামনের কিছু দেখা ভার। তাই যানবাহনের হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। পাবনা-রাজশাহী মহাসড়ক, দাশুড়িয়া, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৯
তীব্র শীত, সঙ্গে বইছে কনকনে বাতাস। উষ্ণতার জন্য আগুন জ্বালিয়েছেন কয়েকজন। নুরপুর বাইপাস, পাবনা, ২২ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৯
শীতে কাহিল জনজীবন। এরই মধ্যে ভাটায় ইট তৈরির কাজ করছেন শ্রমিকেরা। ডোমরাকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২২ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৯
গায়ে চাদর জড়িয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন দুই কর্মজীবী নারী। কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৯
শীতের মধ্যে খেত থেকে ধনেপাতা তুলছেন এক কৃষক। মন্ডলধরন গ্রাম, বগুড়া, ২২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২৫ / ২৯
শীতের সকালে বাড়ির উঠানে বসে এক গৃহবধূ আরেক গৃহবধূর মাথায় তেল দিয়ে চুল আঁচড়িয়ে দিচ্ছেন। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২২ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৬ / ২৯
খেজুরগাছের রস যেই পাতলা কাঠির ওপর দিয়ে এসে পাত্রে পড়ে, তার সঙ্গে আঠাযুক্ত একটি কাঠি পেঁচিয়ে রাখছে দুরন্ত এক শিশু। রস খেতে এসে এই কাঠির ওপর বসলেই আঠায় পেঁচিয়ে ধরা পড়বে পাখি। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২২ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৭ / ২৯
ঘাঘট নদে বাঁশের তৈরি সাঁকোতে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন কয়েক গ্রামের মানুষ। বনগ্রাম, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৮ / ২৯
নৌকা নিয়ে কীর্তনখোলা নদীতে মাছ ধরছেন জেলেরা। চরবাড়িয়া, বরিশাল, ২২ জানুয়ারি
ছবি: সাইয়ান
২৯ / ২৯
তীব্র শীতের হাত থেকে ছোট্ট বানরটিকে বাঁচাতে দুই পাশ দিয়ে আগলে রেখেছে বড় দুই বানর। মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম