একঝলক (২ এপ্রিল, ২০২৪)

১ / ২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে অনেকেই ভিড় করেছেন সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। মনোহরপুর, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: এম সাদেক
২ / ২৩
আখখেতে নিড়ানি দিচ্ছেন কৃষিশ্রমিকেরা। শ্যামপুর এলাকা, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৩
আমগাছের কেটে ফেলা ডালের গোড়ায় এসেছিল মুকুল। সেই মুকুলে গুটি এসেছে। টাউন হল মাঠ, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: এম সাদেক
৪ / ২৩
সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ ধরছেন এক জেলে। নদীর নতুন পানিতে আটকা পড়ছে ছোট মাছ। সুরমা নদীর মাছিমপুর এলাকা, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৩
রোদ ও গরমে ক্লান্ত হয়ে রিকশার ওপর ঘুমিয়ে পড়েছেন এক চালক। গগনবাবু সড়ক, খুলনা, ২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৩
ঈদ উপলক্ষে বাড়িতে তৈরি করবেন নানান পদের পিঠা। তাই আতপ চাল গুঁড়া করে আনছেন এই গৃহিণী। পালিচড়া এলাকা, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
পবিত্র ঈদুল ফিতরের আগে সড়ক বিভাজকে রং করার কাজ চলছে। বয়রা, খুলনা, ২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৩
গ্রীষ্মকালীন অন্যতম ফল তরমুজ চাষ করা হয়েছে মালচিং পদ্ধতিতে, যাতে আগাছা না জন্মায়। গাছগুলোও বড় হয়ে উঠেছে। সেখানে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। নয়াপুকুর এলাকা, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৩
রোদে মরিচ শুকাতে দিয়েছেন এক কৃষক। হিজলতলী, মেঘনা, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: আবদুর রহমান
১০ / ২৩
পাকা মরিচ শুকানোর কাজে ব্যস্ত এখন হাওরের নারী-পুরুষেরা। বেড়িবাঁধ এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২৩
পয়লা বৈশাখ সামনে রেখে মাটির তৈজসপত্র বানাচ্ছেন আমুদি রানী পাল। রামপুর, মুরাদনগর, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: আবদুর রহমান
১২ / ২৩
ঈদের জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে ইমিটেশনের গয়না কিনছেন নারীরা। ক্রেতার চাহিদা অনুযায়ী সেই গয়না খুঁজতে ব্যস্ত এক বিক্রেতা। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি সংগ্রহ করছেন এক নারী। মেন্দিবাগ, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৩
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা বসবে। শিশুদের খেলনার পাইকারি বাজারে তাই হরেক রকমের খেলনার পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এখান থেকে খুচরা ব্যবসায়ীরা এসব খেলনা কিনে মেলায় দোকান দেবেন। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
কাজে বেরিয়ে নৌকায় নদী পার হচ্ছেন কয়েকজন শ্রমিক। সুরমা নদীর কুশিঘাট, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৩
ঈদুল ফিতরের ছুটিতে যাত্রী পরিবহনের জন্য মহাসড়কে নামাতে পুরোনো লক্কড়ঝক্কড় বাস মেরামত করে নতুন রং করা হচ্ছে। বেড়িবাঁধ বড়বাজার এলাকা, ঢাকা, ২ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৭ / ২৩
প্লাস্টিকের তৈরি গৃহস্থালি সামগ্রী সাইকেলে নিয়ে গ্রামের পথে বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। পানবাজার, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৩
মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তাই দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন। প্রবর্ত্তক মোড় এলাকা, চট্টগ্রাম, ২ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৯ / ২৩
জমে থাকা বৃষ্টির পানিতে খাবারের খোঁজে দুটি হাঁস। স্বচ্ছ জলে পড়েছে হাঁসের প্রতিবিম্ব। টিলাগড়, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৩
রাজধানীর দক্ষিণখান এলাকায় পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য সবগুলো রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে সাত মাস ধরে। কাজের ধীরগতির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দক্ষিণখান এলাকা, ঢাকা, ২ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২১ / ২৩
বৃষ্টির কারণে মাঝে কয়েক দিন ভাটায় ইট তৈরি বন্ধ ছিল। বৃষ্টি থামায় ইট তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এক শ্রমিক। লাহিড়ীহাট, রংপুর, ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৩
ইটের সুরকি এনে স্তূপ করে রাখছেন এক নারী শ্রমিক। মিরেরচক, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৩
পাইকারি দোকান থেকে জুতা কিনে টুকরিতে করে নিয়ে যাচ্ছেন তিন ব্যক্তি। পবিত্র ঈদুল ফিতরের আগে বিভিন্ন এলাকায় ঘুরে এসব জুতা বিক্রি করবেন তাঁরা। শাহজালাল সেতুসংলগ্ন এলাকা, সিলেট, ২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ