বাঙ্গির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ফেটে যাওয়া বাঙ্গিগুলো দোকানের সিলিংয়ে ঝুলিয়ে নিয়েছেন। মুন্সিগঞ্জ থেকে আনা এসব বাঙ্গি আকৃতি অনুযায়ী ৭০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ফতুল্লা বাজার এলাকা, নারায়ণগঞ্জ, ৪ মেছবি: দিনার মাহমুদ
৯ / ২৪
প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে দুই শিশু। নিশিন্তপুর এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৪ মেছবি: সোয়েল রানা
১০ / ২৪
গাছে ফুটেছে লাল কৃষ্ণচূড়া। ঘরে সাজিয়ে রাখার জন্য দুই কিশোর কৃষ্ণচূড়া ফুলের গাছ সংগ্রহ করছে। উলালঘুনি, বরিশাল, ৪ মেছবি: সাইয়ান
১১ / ২৪
সড়কে চলছে উন্নয়নকাজ। তাই মহাসড়ক ছেয়ে গেছে ধুলাবালুতে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র এলাকা, বগুড়া, ৪ মেছবি: সোয়েল রানা
১২ / ২৪
গাছ থেকে লিচু নামিয়ে গণনা করা হচ্ছে বিক্রির জন্য। ১০০ লিচু বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মেহেরচণ্ডী করইতলা, রাজশাহী, ৪ মেছবি: শহীদুল ইসলাম
১৩ / ২৪
গ্রামে বিভিন্ন আয়োজনে কলাপাতায় খাবার খাওয়ার চল আছে এখনো। এমন কোনো আয়োজনের জন্য কলাপাতা কাটছেন আফজাল হোসেন। প্রতি এক শ পাতা বিক্রি করেন দেড় শ টাকায়। রবিবাড়িয়া গ্রাম, বগুড়া, ৪ মেছবি: সোয়েল রানা
১৪ / ২৪
প্রচণ্ড গরমের সঙ্গে ভোগান্তি বাড়াচ্ছে ঘন ঘন লোডশেডিং। প্রতিবার এক ঘণ্টা করে দিনে–রাতে কয়েক দফায় লোডশেডিংয়ে বন্ধ থাকছে কলকারখানা। সাধারণ মানুষের কষ্টের সঙ্গে ব্যাহত হচ্ছে ব্যবসায়িক উৎপাদন। কালাচাঁদপাড়া, পাবনা, ৪ মেছবি: হাসান মাহমুদ
১৫ / ২৪
মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকেরা। হাড়োকান্দি এলাকা, ফরিদপুর, ৪ মেছবি: আলীমুজ্জামান
১৬ / ২৪
গাছের ডালে দোয়েল। লোকালয়ে আর অগভীর জঙ্গলে এরা একা একা ঘুরে বেড়ায়। ঝোপঝাড় ও গাছের কোটরে, দালানের ফাঁকফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শিস দেয় এরা। বেলতলী গ্রাম, কুমিল্লা, ৪ মেছবি: এম সাদেক
১৭ / ২৪
প্রখর রোদের মধ্যে ইট ভাঙার কাজ করছেন এক শ্রমিক। বাউয়ারকান্দি গ্রাম, সিলেট, ৪ মেছবি: আনিস মাহমুদ
১৮ / ২৪
চলমান তাপপ্রবাহে কাজের সময় পরিবর্তন করেছেন কৃষকেরা। ভোরে সূর্যের তেজ কম থাকে। সে সময় মাঠে কাজে নেমে পড়েন তাঁরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৪ মেছবি: হাসান মাহমুদ
১৯ / ২৪
বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওরে এসেছে নতুন পানি। তাতে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৪ মেছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
বৈশাখের খরতাপে অনেক স্থানেই মাটি ফেটে চৌচির। সেখানে খাবার ও পানির সন্ধানে ঘুরছে পাখিরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৪ মেছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
রিকশায় মাইক বেঁধে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রস্তুতি চলছে। ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ৪ মেছবি: আলীমুজ্জামান
২২ / ২৪
তপ্ত রোদে রেললাইন মেরামতের কাজ করছেন শ্রমিক ও প্রকৌশলীরা। মুজগুন্নী, খুলনা, ৪ মেছবি: সাদ্দাম হোসেন