একঝলক (১৮ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ২১
বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। পুলিশ লাইনস মাঠ, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ২১
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ধুয়েমুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন সিটি করপোরেশনের কর্মীরা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ২১
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বহাল তবিয়তে তা চলছে প্রতিনিয়ত। তিন চাকার নছিমন ভটভটিতে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে, যা বেশ ঝুঁকিপূর্ণ। মালিগাছা, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ১৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ২১
প্রতিদিন সকাল থেকে নুরুল ইসলাম পাহাড়ের গ্রামীণ জনপদে হাড়িপাতিল ফেরি করে বিক্রি করেন। ২০ বছর ধরে এ পেশা তাঁর। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
চাতালে শুকানোর পর বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে ধান। কদিন আগেও যে ধানের দাম ছিল প্রতি মণ ১ হাজার ১০০ টাকা, বর্তমান দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়। ধরবিলা, পাবনা, ১৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ২১
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দাওরাইট এলাকার চাষি সিরাজ উদ্দিন আলুর সঙ্গে সাথি ফসল হিসেবে প্রায় ৪০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন। ভালো ফুল আসায় হাসি ফুটেছে তাঁর মুখে। এগারসিন্দুর আঙ্গিয়াদি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২১
শীতের শেষে এসেছে বসন্তের দিন। এ সময় পরিমাণে কমলে বেশ মিষ্টি রস পাওয়া যায় খেজুরগাছ থেকে। নিজের বাড়ির পাশের পাঁচটি গাছ থেকে রস সংগ্রহ করেন আবদুস সাত্তার। মৌসুমে যেখানে ২৫ লিটার রস পেতেন, এখন সেখানে ১২ থেকে ১৫ লিটার রস পাচ্ছেন তিনি। জোতকলসা, মালিগাছা, পাবনা, ১৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
জেলার সবজির জন্য খ্যাত উপজেলা পাকুন্দিয়ায় নানা প্রক্রিয়ায় সবজির চাষ করা হয়। এর মধ্যে মালচিং পদ্ধতিতে সবজি চাষ অন্যতম। জাঙ্গালিয়া এলাকা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ২১
সূর্যমুখী ফুলের মধুর স্বাদ নিচ্ছে মৌমাছি। গোয়ালখালী, খুলনা, ১৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
মাটির তৈরি নানা রকমের শোপিস বিক্রি হয় এই দোকানে। প্রতিটি শোপিস প্রকারভেদে ৫০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়। কাচারিবাজার এলাকা, রংপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
রান্নার জন্য বাগান থেকে ঝরে পড়া শুকনা পাতা কুড়িয়ে নিচ্ছেন গৃহবধূ তানজিলা বেগম। গেরদা এলাকা, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ২১
কারখানা থেকে ভ্যানে করে মুড়ির বস্তা নেওয়া হচ্ছে পাইকারি দোকানে। কাজীরবাজার এলাকা, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
পানির অভাবে খেতে লাগানো বোরো ধান শুকিয়ে যাচ্ছে। তাই খাল থেকে পানি নিয়ে খেতে দিচ্ছেন গৃহবধূ রহিমা বেগম। বাইতুল আমান এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
বাংলাদেশের বিকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি ও স্পেনের ‘এগনোভো’র মধ্যে চুক্তি হয়েছে। রাজধানীর মতিঝিলে বিকনের প্রধান কার্যালয় ভবনে আজ রোববার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম ও এগনোভোর কর্ণধার খোয়ান পাবলো গাযেগো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় এগনোভো বাংলাদেশে শুধু বিকনকে অর্গানিক এগসেল ক্যালসিয়াম সরবরাহ করবে
বিজ্ঞপ্তি
১৫ / ২১
খেতে রোপণের জন্য বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন দুই কৃষক। বাইতুল আমান এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
পাতাবিহীন গাছে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু ফল আমড়া। কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৭ / ২১
কাজীরবাজার এলাকায় রয়েছে বেশ কয়েকটি পাইকারি সুপারি দোকান। দোকানের পাশে রোদে সুপারি শুকাতে দিয়ে সেখানে বসেই শুকনা সুপারি কেটে ছোট করছেন বিক্রির জন্য। কাজীরবাজার এলাকা, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
ছবি:  আনিস মাহমুদ
১৮ / ২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট ছোট জাতীয় পতাকা বিক্রি করতে বেরিয়েছেন বিক্রেতা। বিক্রেতার কাছ থেকে একটি পতাকা সংগ্রহ করে নিজের রিকশার সামনে লাগাচ্ছেন এক চালক। কমলাপুর এলাকা, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২১
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি : আলীমুজ্জামান
২০ / ২১
শর্ষে জমি থেকে তুলে নিয়ে এক পাশে জড়ো করছেন কৃষক জয়নাল আবদিন। এরপর চলবে মাড়াই। বিবির বাজার এলাকা, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারি
ছবি:  এম সাদেক
২১ / ২১
জেলার বিভিন্ন এলাকা থেকে নানা জাতের বরই নিয়ে এসেছেন চাষিরা। প্রতি মণ বিক্রি হচ্ছে জাতভেদে  ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকা। সিটি বাজার এলাকা, রংপুর, ১৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম