একঝলক (১৫ জুন ২০২৩)

১ / ১৪
নীল অপরাজিতার সৌন্দর্য। নিরালা এলাকা, খুলনা, ১৫ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৪
ধানখেতের আল ধরে বাড়িতে ফিরছেন এক কৃষক। তালুক তামপাট এলাকা, রংপুর, ১৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
আষাঢ়ের প্রথম দিনে কড়া রোদ উঠেছে। ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে এক শিক্ষার্থী। মীরগঞ্জ এলাকা, রংপুর, ১৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
প্রকৃতিতে আষাঢ়ের আগমনী বার্তা জানিয়ে ফুটেছে কদম ফুল। শেখ রাসেল নগর পার্ক এলাকা, দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৫ জুন
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৪
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পশু ও পণ্যবাহী যানবাহনের চলাচল বেড়েছে। এতে দেখা দিয়েছে যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৪
গোমতীর চরে বছরজুড়ে মুলার চাষ হয়। বাজারে নেওয়ার আগে মুলা ধুয়ে জড়ো করছেন একজন কৃষক। ভান্তী গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ১৫ জুন
ছবি: এম সাদেক
৭ / ১৪
প্রখর রোদে শিশুটিকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা। বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক, বগুড়া, ১৫ জুন
ছবি: সোয়েল রানা
৮ / ১৪
প্রকৃতিতে বর্ষা এসেছে। গাছ লাগানোর মৌসুম এখন। চাহিদা বেড়েছে চারাগাছের। সাইকেলে করে চারাগাছ বিক্রি করছেন একজন। তাজহাট এলাকা, রংপুর, ১৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
নৌকায় মোটরসাইকেল নিয়ে নদী পার হচ্ছেন এক ব্যক্তি। শ্যামবাজার ঘাট, ঢাকা, ১৫ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ১৪
এত দিন অনাবৃষ্টিতে শুকিয়ে থাকা সুবলংয়ের পাহাড়ি ঝরনাটি প্রাণ ফিরে পেয়েছে কয়েক দিনের বৃষ্টিতে। সুবলং ঝরনা, বরকল উপজেলা, রাঙামাটি, ১৫ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৪
বৃষ্টি শুরু হয়েছে। কাপ্তাই হ্রদে মাছের আনাগোনা বেড়েছে। তাই মাছ শিকারের অপেক্ষায় বিদ্যুতের তারে বসেছে মাছরাঙা পাখিটি। আসাম বস্তি সেতু এলাকা, রাঙামাটি, ১৫ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৪
সাইকেলে করে এক মাস ধরে মাগুরা, কুষ্টিয়া অঞ্চলে ঘুরে ঘুরে ডুবুরির কাজ করেছেন সাইফুল। পুকুরে বা জলাশয় দামি অলংকার পড়ে গেলে তা খুঁজে বের করার কাজ করেন তিনি। এই এক মাস তাঁর সঙ্গে ছিল প্রিয় দুই শালিক পাখি। আজ মাসখানেক পর সাইফুল বাড়ি ফিরছেন। মোহাম্মদ নগর, বটিয়াঘাটা, খুলনা, ১৫ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
অল্প বৃষ্টিতে সড়কে জমেছে পানি। বেলা দেড়টা, জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে, চট্টগ্রাম, ১৫ জুন
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
প্রতিবন্ধী ভাতা ৫ হাজার, শিক্ষা বৃত্তি ২০ হাজার টাকা, যোগ্যতা অনুযায়ী চাকরি, কর্মসংস্থানসহ ১১ দফা দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার আগে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ব্যানারে জড়ো হয়ে সমাবেশ করেন প্রতিবন্ধী ব্যক্তিরা। সমাবেশ শেষে সংসদ ভবন অভিমুখে তাঁদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। শাহবাগ, ঢাকা, ১৫ জুন
ছবি: সাজিদ হোসেন