১ / ১৭
কাপ্তাই হ্রদে মাছ শিকারের আগে বকটির তীক্ষ্ণ দৃষ্টি। রাঙামাটি শহরের আসামবস্তি সেতু এলাকায় শনিবার সকালে। ৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৭
আলু রোপণের ভরা মৌসুম চলছে। মাঠজুড়ে আলু রোপণে ব্যস্ত কৃষকেরা। দেহড় গ্রাম, কাহালু, বগুড়া, ৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৭
শনিবার স্কুল ছুটি থাকায় সহপাঠীদের নিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। টিক্কারচর, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৭
পূর্ণিমা রানী ৩০ বছর ধরে পাট ও কাপড়ের তৈরি জুতার কাজ করে আসছেন। লালমাই ফুটওয়্যার কোম্পানির কাজ করেন তাঁরা। প্রতি জোড়া জুতার জন্য মজুরি পান ১০ থেকে ১১ টাকা। শুভপুর, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৭
জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করার আগেই সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ৩ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৭
প্রতিদিন খোলাবাজারে (ওএমএস) চাল, আটা ও টিসিবির খাদ্যপণ্য কিনতে বেশির ভাগ মানুষ দিনের আলো ফোটার আগেই এসে লাইনে দাঁড়াচ্ছেন। বসুন্ধরা, পৌর শহর, ঝালকাঠি, ৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৭
কলেজছাত্র সাইফুল ইসলাম নিজের জমিতে সেপ্টেম্বর মাসে খিরার আবাদ করেছেন। প্রতি কেজি খিরা পাইকারি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেন। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৭
রোদের তাপ থেকে নিজেকে আড়াল করতে শীতের চাদর টাঙিয়েছেন হকার সামাদ সরদার। বগুড়া থেকে তাঁতের চাদর খুলনায় বিক্রি করতে নিয়ে এসেছেন, যা ১৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করেন। খুলনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে, ৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
কাপ্তাই হ্রদের নীলাভ জল আর পাহাড়ের সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। কাপ্তাই হ্রদের রাইংখিয়ং মুখ, রাঙামাটি, ৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৭
দলের নেতা-কর্মীদের মুক্তি ও ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয় এলাকায় ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। নয়াপল্টন, ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৭
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে মির্জা আব্বাসসহ অন্য নেতা–কর্মীরা লিফলেট বিতরণ করেন। নয়াপল্টন, ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৭
তিস্তা নদীর পানি শুকিয়ে যাচ্ছে। একটু গভীর পানিতে মাছ ধরতে নৌকায় চড়ে জাল ফেলছেন জেলে। গান্নারপাড়, গঙ্গাচড়া, রংপুর, ২ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
আলু রোপণের মৌসুম চলছে। জমি প্রস্তুত করছেন আলুর বীজ রোপণ করার জন্য। মজলিশপুর, নিকলী, কিশোরগঞ্জ, ২ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৭
বাজারে বিক্রির জন্য জমি থেকে কলমিলতা শাক তুলছেন এক চাষি। যাদবপুর, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
নৌকায় করে জাল নিয়ে সকালবেলা নদীতে মাছ ধরতে এসেছেন তিন মৎস্যজীবী। সুরমা নদীর তোপখানা, সিলেট, ৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
পাইকারি বাজার থেকে থানকাপড় কিনে খুচরা দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। স্টেশন রোড, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁবু টানিয়ে রাত্রিযাপন করেন। পাঠানপাড়া, রাজশাহী, ৩ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম