একঝলক (১৪ এপ্রিল, ২০২৩)

১ / ২৫
পয়লা বৈশাখ উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা। টাউন হলের সামনে, ১৪ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ২৫
বৈশাখের প্রথম দিনে শ্রুতি সিলেটের আয়োজনে বর্ষবরণ উৎসবে বৈশাখী সাজে সেজেছে কয়েকজন। সুবিদবাজার, সিলেট, ১৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
পয়লা বৈশাখে রাঙামাটি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বেঙ্গল টাইগারের প্রতিকৃতি নিয়ে যাচ্ছেন অংশগ্রহণকারীরা। জেলা প্রশাসন কার্যালয় এলাকা, ১৪ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রায় মানুষের জীবনযাপনের নানা চিত্র তুলে ধরা হয়। জেলা প্রশাসন কার্যালয় এলাকা, রাঙামাটি, ১৪ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৫
পিরোজপুরে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহীদ ওমর ফারুক সড়ক, পিরোজপুর, ১৪ এপ্রিল
ছবি: এ কে এম ফয়সাল
৬ / ২৫
সব প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা। রাঙামাটির রাজবন বিহারে, ১৪ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
বাংলা বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়। পটুয়াখালী, ১৪ এপ্রিল
ছবি: শংকর দাস
৮ / ২৫
বর্ষবরণে বর সেজে পালকি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে এক শিশু। কোর্টপয়েন্ট, সিলেট, ১৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৫
শাড়ি পরে একতারা হাতে শোভাযাত্রায় অংশ নিয়েছে শিশুরা। কোর্টপয়েন্ট, সিলেট, ১৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৫
বৈশাখের প্রথম দিনে শ্রুতি সিলেটের আয়োজনে বর্ষবরণ উৎসবে নাচ পরিবেশন করছেন শিল্পীরা। সুবিদবাজার, সিলেট, ১৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৫
বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। হর্টিকালচার সেন্টার এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৪ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১২ / ২৫
পয়লা বৈশাখ উদ্‌যাপনে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহীদ খোকন পার্কের সামনের সড়ক, বগুড়া, ১৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৩ / ২৫
শোভাযাত্রায় কনের সাজে একজন। সাতমাথা এলাকা, বগুড়া, ১৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
বাংলা গান ও নৃত্যের তালে তাল মিলিয়ে ময়মনসিংহে পয়লা বৈশাখ উদ্‌যাপন। বৈশাখী মঞ্চ, জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ১৪ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ২৫
হাঁসফাঁস এই গরমে চাহিদা বেড়ে গেছে হাতপাখার। প্রায় ৬০ বছর ধরে তালপাতার তৈরি হাতপাখার ব্যবসা করছেন ৮৪ বছর বয়সী তোফাজ্জল হোসেন। বর্তমানে প্রতিটি পাখা বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। বোঁথড়, চাটমোহর, পাবনা, ১৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৫
বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। ১৪ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২৫
পয়লা বৈশাখ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। মুজিব সড়ক, ফরিদপুর, ১৪ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২৫
রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত বৈশাখী মেলার স্টলগুলো ঘুরে বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য দেখছেন লোকজন। বাংলা একাডেমি, ঢাকা, ১৪ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৯ / ২৫
বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে বর্ষ-আবাহন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ষবরণের এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৫
বাঁশি বাজিয়ে হাঁটছে দুই শিশু। বাংলা একাডেমি, ঢাকা, ১৪ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২১ / ২৫
তির–ধনুক নিয়ে খেলায় মেতেছে এক নারী। বাংলা একাডেমি, ঢাকা, ১৪ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২২ / ২৫
পয়লা বৈশাখে বাড়তি আয়ের আশায় ঘোড়ার গাড়ি নিয়ে বের হয়েছেন কোচোয়ান আবদুল আলীম। কিন্তু অতিরিক্ত গরমে বাইরে মানুষ কম। এ পরিস্থিতিতে কর্মহীন ঘুরছেন আবদুল আলীম। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৫
খাঁ খাঁ রোদের মাঝে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে রওনা হয়েছেন এই নির্মাণশ্রমিকেরা। সড়কের পিচগলা তীব্র রোদ থেকে বাঁচতে নিজেদের মুখ গামছায় মুড়ে নিয়েছেন তাঁরা। রাধানগর, পাবনা, ১৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৫
গত কয়েক দিনের তীব্র গরমে জনজীবনে হাঁসফাস অবস্থা। প্রাণিকুলও বাদ যায়নি সেই প্রভাব থেকে। পুকুরে নেমে শরীর ডুবিয়ে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছে এক তৃষ্ণার্ত কুকুর। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৫
তীব্র গরমের মধ্যে মাথায় মাথাল দিয়ে রিকশাচালক দাঁড়িয়ে আছেন যাত্রীর আশায়। সুরমাপয়েন্ট, সিলেট, ১৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ