একঝলক (১৭ মার্চ, ২০২৩)

১ / ১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুরা মেট্রোরেলে চড়ার সুযোগ পায়। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়েছে শিশুরা। আগাঁরগাও, ঢাকা, ১৭ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মিছিল। ঝিলটুলী, ফরিদপুর, ১৭ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
সাতসকালেই সাইকেলে চেপে দুরন্তপনায় মেতেছে দুই শিক্ষার্থী। তবে এভাবে ঘটতে পারে দুর্ঘটনা। সার্কিট হাউজের সামনের সড়ক, বগুড়া শহর, ১৭ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সেই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৭ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ১৮
সারা বছরই কলার বড় চাহিদার জোগান দেয় পাবনা জেলা। চরের জমি থেকে কলা নিয়ে যাওয়া হচ্ছে শহরের আড়তে। পাবনা-পাকশী সড়ক, দাপুনিয়া, পাবনা, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
চাহিদা থাকায় গ্রামাঞ্চলেও তৈরি হচ্ছে পাটের ব্যাগ ও বস্তা। তৈরির পর এসব ব্যাগ সরবরাহ করা হয় বিভিন্ন মিল ও পাইকারি বাজারে। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৮
সকাল থেকে আকাশ মেঘাছন্ন হয়ে আছে। কুয়াশা থাকায় দূরের অনেক জিনিস ভালো করে দেখা যাচ্ছে না। নদীতে নোঙর করে আছে জাহাজ। কর্ণফুলী নদীর ফিশারি ঘাট, চট্টগ্রাম, ১৭ মার্চ
ছবি: জুয়েল শীল
৮ / ১৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বর্ণাঢ্য র‌্যালি বের করে। প্রেসক্লাব, ১৭ মার্চ
ছবি: প্রথম আলো
৯ / ১৮
হ্রদের পানি কমে যাওয়ার নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
মাছ শিকারের আশায় খুঁটিতে বসেছে এক মাছরাঙা। ভালেদি আদাম, রাঙামাটি, ১৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
বৃষ্টিতে খুলনার বিভিন্ন ঢালু জায়গায় জমেছে পানি। সে পানিতে মশার বসবাস। মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাস্তুহারা কেসিসি মার্কেট, খুলনা, ১৭ মার্চ
ছবি: সাদ্দাম
১২ / ১৮
ঢেঁকিতে চালের গুঁড়া করছেন পাহাড়ি নারীরা। চালের গুঁড়া দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হবে। নিজেরা খাওয়ার এবং আত্মীয় স্বজন ও অতিথি আপ্যায়নের জন্য এখানে অনেকেই বসন্তে পিঠা তৈরি করেন। আঝাছড়া গ্রাম, রাঙামাটি, ১৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৮
মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষেধ। এই সময়ে বিনোদনের অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলার প্রায় ৬ হাজার জেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিত হয়েছে জেলে উৎসব-২০২৩। উৎসবে গায়ে তেল মেখে তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতায় একজন। সুলুইজগেট এলাকা, তজুমদ্দিন, ভোলা, ১৭ মার্চ।
ছবি: নেয়ামতউল্যাহ
১৪ / ১৮
বৃহস্পতিবার গভীর রাতে খুলনায় বৃষ্টি হয়। তাতেই মাঠঘাটের ঢালু জায়গায় পানি জমে। বৃষ্টির জমে যাওয়া পানিতে ফুটবল খেলছেন তরুণেরা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ মাঠ, খুলনা, ১৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ১৭ মার্চ
ছবি: এম সাদেক
১৬ / ১৮
বাণিজ্যিক চাষ ছাড়াও অনেকে বাড়িতে মুরগির মতো তিতির পাখি পালন করেন। এলাকা ভেদে চীনা মুরগি নামে পরিচিত এই পাখিদের মাংস হাঁস-মুরগির চেয়ে সুস্বাদু। একটি প্রাপ্তবয়স্ক তিতির দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হতে পারে; যার বাজারদর ওজনভেদে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত হয়। এর প্রতিটি ডিম বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়। বেতেপাড়া, নাজিরপুর, পাবনা, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
ছোট্ট শিশুসন্তানকে কোলে নিয়ে এক হাতে সাইকেল চালিয়ে মহাসড়কে চলেছেন এই বাবা। দ্রুতগতির যানবাহনের সঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। পাবনা-ঢাকা মহাসড়ক, রাজাপুর, পাবনা, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ। হাতিরঝিল, ঢাকা, ১৭ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ