একঝলক (৪ অক্টোবর ২০২২)

১ / ১৬
পূজামণ্ডপের সামনে বিভিন্ন আকারের দেবদেবীর প্রতিমার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মাহিগঞ্জ, রংপুর, ৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
নতুন ট্রাকে স্প্রে মেশিন দিয়ে রং করছেন মিস্ত্রি কাউসার। প্রতিটি বড় ট্রাক রং করতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা নেন তিনি। সুয়াগঞ্জ বাজার, কুমিল্লা, ৪ অক্টোবর
ছবি: এম সাদেক
৩ / ১৬
৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ ধরা। শেষ সময়ে সমুদ্রে ইলিশ ধরার জন্য জাল প্রস্তুত করছেন জেলেরা। বাংলাবাজার ঘাট,সন্দ্বীপ, চট্টগ্রাম, ৪ অক্টোবর
ছবি: ইকবাল হোসেন
৪ / ১৬
নীলফামারীর চিলাহাটি থেকে ছনের ঝাড়ু নিয়ে রংপুর শহরে বিক্রি করতে এসেছেন মমিনুল। এক পাড়া থেকে অন্য পাড়ায় হেঁটে হেঁটে ঝাড়ু বিক্রি করছেন তিনি। গুপ্তপাড়া, রংপুর, ৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
বাসাবাড়িতে কাঠের সোফার প্রচলন আছে এখনো। চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন নকশার সোফা পাওয়া যায় বাজারে। সোফার কারুকাজে ব্যস্ত কারিগর। বলাউড়া, সিলেট, ৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
মাঠে পোকামাকড় শিকার করে সাদা বক। খাওয়া শেষে উড়াল দিচ্ছে বকটি। খাদিমনগর, সিলেট, ৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
কাঠ, রঙিন টিন দিয়ে মুরগি ও কবুতরের খাঁচা তৈরি করেন জামাল উদ্দিন। দূরদূরান্ত থেকে অনেকেই খাঁচা কিনতে আসেন। আকারভেদে প্রতিটি খাঁচা বিক্রি হয় ৩ থেকে ৫ হাজারের মধ্যে। পুরাতন চৌয়ারা বাজার, কুমিল্লা, ৪ অক্টোবর
ছবি: এম সাদেক
৮ / ১৬
পুরোনো জাহাজের নাট-বল্টু মেরামত করে বিক্রির উপযোগী করছেন এক ব্যক্তি। প্রতি কেজি নাট-বল্টু ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। যানবাহন ও কারখানায় এসব নাট-বল্টু ব্যবহার করা হয়। শেখপাড়া বাজার, খুলনা, ৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
ব্যাটারিচালিত ইজিবাইকের এক পাশে বাঁধা হয়েছে লাকড়ি। ভেতরে যাত্রীও নেওয়া হয়েছে। ছাদের ওপরও বসানো হয়েছে দুজনকে। একটু অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা। পুকুরঘাট, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ অক্টোবর
ছবি: পলাশ বড়ুয়া
১০ / ১৬
কিছুদিন আগে জুতার গুদামে আগুন লেগেছিল। পরে পুড়ে যাওয়া জুতা ফেলে দেওয়া হয়। স্তূপকৃত জুতার মধ্যে একটা ভালো জুতা পেয়ে আরেকটি জুতা খুঁজছে এক শিশু। মুজগুন্নী, খুলনা, ৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
শব্দদূষণ বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে সড়কে বসে অনশন করছেন বাবা-ছেলে। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম, ৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
১২ / ১৬
বিভিন্ন কারখানা থেকে নদীপথে আসা কার্গো জাহাজ থেকে সিমেন্ট নামিয়ে ট্রাকে তোলা হয়েছে। এই সিমেন্ট বিক্রির জন্য নেওয়া হবে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে। দিয়াবাড়ি, মিরপুর, ঢাকা, ৪ অক্টোবর
ছবি: আশরাফুল আলম
১৩ / ১৬
নদীর তীরে অকেজো জাহাজের অংশ কাটছেন এক শ্রমিক। জহুরাবাদ, গাবতলী, ঢাকা, ৪ অক্টোবর
ছবি: আশরাফুল আলম
১৪ / ১৬
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে কাজ চালাতে দেখা যায়। বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ঢাকা, ৪ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৬
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বাঙালি হিন্দুদের দুর্গাপূজার মহানবমী। পূজায় অঞ্জলি নিতে ভিড় করেন লোকজন। রহমতগঞ্জ, চট্টগ্রাম, ৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
১৬ / ১৬
পদ্মা নদীর তীরে হঠাৎ দমকা বাতাস বইছে। বাতাসে উড়ে যাওয়ার আশঙ্কায় মাছ ধরার দুয়ারি জালগুলো গুছিয়ে বেঁধে রাখছেন মৎস্যশিকারি। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ